আদালত অবমাননা: সিডিএ’র চেয়ারম্যানসহ ৫ কর্মকর্তাকে আদালতে তলব
আদালত অবমাননার দায়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষসহ ৫ জনকে তলব করেছে আদালত। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রামে মোহাম্মদ তৌফিক আজিজের প্রথম শ্রম আদালত এ আদেশ দেন। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী আলী নেওয়াজ খান।
বাকি চার আসামি হলেন- সিডিএর সচিব আনোয়ার পাশা, উপ সচিব (ভারপ্রাপ্ত সচিব) অমল গুহ, সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস ও সিডিএর অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ নাজের।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৩ মার্চ বৈধ ট্রেড ইউনিয়নের কার্যক্রমের কারণে সিডিএ উচ্চমান সহকারী ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে (টারমিনেশন) চাকরিচ্যুত করে। ওই সময় তিনি উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। চাকরি ফিরে পেতে তিনি চট্টগ্রামের প্রথম শ্রম আদালতে ওই বছরের ১ জুন মামলা দায়ের করেন। চলতি বছরের ২৪ জুলাই আদালত তার অপসারণ (টারমিনেশন) আদেশ বাতিল করে রায় দেন। রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে হাবিবুর রহমানের সকল বকেয়া বেতন ভাতা প্রদান পূর্বক স্বপদে ও সবেতনে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেয়।
আসামি পক্ষের আইনজীবী সুখময় চক্রবর্তী বলেন, সিডিএর স্থায়ী কর্মচারী হাবিবুর রহমান চাকরিতে যোগদানের আবেদন চেয়ে আদালতের শরণাপন্ন হন। গত ৩১ আগস্ট মামলাটি আদালত গ্রহণ করেন। আদালত চাকরিতে যোগদানের নির্দেশ দিলেও কেন তা বাস্তবায়ন করা হয়নি জানতে চেয়েছেন। এছাড়া আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সমন জারি করেছেন। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে আদালতে হাজির হতে বলেছেন।