হকি নিয়ে বড় স্বপ্ন ক্রিকেটের কাণ্ডারী সাকিবের
তার সব স্বপ্ন ক্রিকেটকে ঘিরেই। স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে হয়ে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটের কান্ডারী। সেই সাকিব আল হাসান এবার নাম লেখালেন হকিতে। যদিও এই আঙিনার সঙ্গে ছোট বেলা থেকেই সখ্য তার। বিকেএসপিতে তার রুমমেট ছিল একজন হকি খেলোয়াড়। আবেগ তো ছিলই, এবার হকির স্বার্থেও কিছু করতে চান তিনি। এ কারণে দেশের প্রথম হকি ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন তিনি।
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি নামে হকির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একটি দলের মালিকানা কিনেছেন বাংলাদেশে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। সাকিবের অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান মোনার্ক মার্ট হকির নতুন টুর্নামেন্টে দল কিনেছে। ছয় ফ্র্যাঞ্চাইজির এই আসরটি আগামী অক্টোবরের শেষ দিকে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হওয়ার কথা।
সাকিবের মোনার্ক মার্টসহ এই টুর্নামেন্টে দল কিনেছে ওয়ালটন গ্রুপ, একমি, রূপায়ন গ্রুপ, সাইফ পাওয়ারটেক। ছষ্ঠ ফ্র্যাঞ্চাইজির নাম কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ হকি ফেডারেশনের কাছ থেকে এই লিগের স্বত্ব কিনেছে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এইস। প্রতিষ্ঠানটির সঙ্গে আজ (সোমবার) হোটেল রেডিসনে পাঁচ বছরের চুক্তি হয়েছে কি ফেডারশেনের।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক হকি তারকা প্রতাপ শঙ্কর হাজরা, মাহবুব হারুণ, রফিকুল ইসলামসহ অনেকে। অনুষ্ঠানে যোগ দেন সাকিবও। হকির আয়োজনে গিয়ে তিনি যেন বিকেএসপির দিনগুলোতে ফিরে গেলেন। বিকেএসপিতে হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, মামুনুর রহমান চয়নদের খুব কাছ থেকে দেখেছেন সাকিব। বিকেএসপিতে তার রুমমেট ছিলেন হকি খেলোয়াড় ইমরান হাসান পিন্টু।
সেসব স্মৃতি রোমন্থন করে সাকিব বলেন, 'বিকেএসপিতে পড়ার সময় জিমি ভাই, চয়ন ভাইদের খেলা দেখতাম। আমার রুমমেট ছিল একজন হকি খেলোয়াড়। তখন বিকেএসপিতে অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট হতো। আমরা সবাই খেলা দেখতে যেতাম। সমর্থন দিতাম বিকেএসপি দলকে। ওরা জিতে এলে আমরা হোস্টেলে অনেক মজা করতাম। এগুলো আসলে মজার স্মৃতি।'
কেবল আবেগ নয়, হকির উন্নতিতে কাজ করতে খেলাটির সঙ্গে সম্পৃক্ত হওয়ার কথা জানান সাকিব। হকি বিশ্বকাপ বাংলাদেশের জন্য দূরের নয় জানিয়ে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেন, 'খেলার সঙ্গে থাকাটাই আমাদের একটা বড় ব্যাপার। আর বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে খেলাধুলায় অনেক কিছু করার সম্ভাবনা আছে।'
'সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছে। আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করা শুরু করলাম। আমাদের হকিতে অনেক সম্ভাবনা আছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে আমরা ২৭তম স্থানে আছি। ১৬টি দেশ বিশ্বকাপ খেলে। কাজেই বিশ্বকাপে খেলা তো বেশি দূরের ব্যাপার না। আমার বিশ্বাস যদি হকিটা সঠিকভাবে প্রচার-প্রচারণা পায় এবং ভালোভাবে সবাই উদ্যোগ নেয়, তাহলে আমরা বিশ্বকাপে খেলতেই পারি।' যোগ করেন সাকিব।
হকির উন্নতিতে নিজেকে শামিল করার কথা জানালেও টুর্নামেন্টে নিজের দল মোনার্ক মার্টের মাথায় চ্যাম্পিয়নের মুকুট দেখতে চান সাকিব। তার ভাষায়, 'যেহেতু একটা দল নিয়েছি। আমাদের চিন্তা থাকবে কীভাবে এই দলের খেলোয়াড়দের পারফরম্যান্স ভালো হয় এবং আমরা যদি সেটার একটা রোল মডেল হতে পারি, অন্যরা সেটা হয়তো অনুসরণ করতে পারবে। তাতে সামগ্রিকভাবে হকিরই একটা উন্নতি হবে।'