প্রধানমন্ত্রী বরিসের পর এবার করোনায় আক্রান্ত যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরের কয়েকঘন্টার মধ্যেই জানা গেল স্বাস্থ্যমন্ত্রীর আক্রান্ত হওয়ার এই খবর।
নিজের আক্রান্ত হওয়ার বিষয়টি শুক্রবার বিকেলে এক টুইট পোস্টে জানিয়েছেন হ্যানকক।
তিনি লেখেন, "হাসপাতালে পরামর্শ অনুযায়ী আমি করোনা ভাইরাসের পরীক্ষা করিয়েছিলাম। পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। আমার উপসর্গগুলো এখনো মৃদু। আমি আইসোলেশনে আছি এবং বাসা থেকেই কাজ করছি। আমাদের জাতীয় স্বাস্থ্য সেবাকে রক্ষা করতে এবং জীবন বাঁচাতে পরামর্শগুলো সবার মেনে চলা উচিত।"
এক ভিডিও বার্তায় হ্যানকক জানান, আগামী বৃহস্পতিবার পর্যন্ত তিনি সম্পূর্ণ আইসোলেশনে থাকবেন।
এর আগে শুক্রবার বিকেলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
এক বার্তায় বরিস বলেন, "গত ২৪ ঘন্টায় আমার মধ্যে করোনা ভাইরাসের কিছু উপসর্গ দেখা দিয়েছে এবং পরীক্ষার পর করোনা পজিটিভ এসেছে। আমি সম্পূর্ণ আইসোলেশনে আছি। কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনার বিরুদ্ধে আমাদের সরকারের এই লড়াইয়ে আমি নেতৃত্ব দিয়ে যাব।"
মাত্র দুদিন আগেই ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স চার্লস করোনা ভাইরাসে আক্রান্ত হন।
৭১ বছর বয়সী প্রিন্স চার্লসের শরীরে করোনার মৃদু লক্ষণ দেখা দেওয়ার পর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে আইসোলেশনে চলে যান তিনি।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫৭৯ জন মানুষ। এরমধ্যে ৭৫৯ জনের মৃত্যু হয়েছে।