রানির মৃত্যুর পর সিংহাসনে রাজা তৃতীয় চার্লস
ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদী রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা হলেন তাঁর বড় ছেলে ৭৩ বছর বয়সী যুবরাজ চার্লস।
রাজা তৃতীয় চার্লস নাম গ্রহণ করে তিনি এখন ১৪টি কমনওয়েলথ রাষ্ট্রের প্রধান হলেন।
চার্লসের স্ত্রী ক্যামিলাও এখন থেকে কুইন কনসর্ট। রাজার স্ত্রী হিসেবে তিনি এই নামে পরিচিত হবেন।
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস রাজা তৃতীয় চার্লসের প্রতি আনুগত্য প্রকাশ করে বলেন, দ্বিতীয় এলিজাবেথ যুগের অবসানের সঙ্গে সঙ্গে আমরা আমাদের মহান দেশের মহিমান্বিত ইতিহাসে আরও এক নতুন যুগের সূচনা করছি।
এর আগে রানির ব্যাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে জানানো হয়, 'রানি ব্যালমোরাল প্রাসাদে আজ (বৃহস্পতিবার) বিকেলে শান্তিপূর্ণভাবে প্রাণত্যাগ করেছেন'।
৭৩ বছর বয়সী চার্লস ১৯৫২ সালে যুবরাজ হন। তাঁর উপাধি 'প্রিন্স অব ওয়েলস' এখন পাবেন তাঁর বড় ছেলে প্রিন্স উইলিয়াম।
রাজা তৃতীয় চার্লস ব্রিটেনের সদ্যপ্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠ পুত্র। তিনি প্রিন্সেস ডায়ানার দুই সন্তান প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির বাবা। ডায়ানার সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর চার্লস ক্যামিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
মায়ের মৃত্যুর পর তাৎক্ষণিকভাবে রাজপ্রধানের দায়িত্ব চার্লসের ওপর বর্তালেও লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হবে।
প্রিভি কাউন্সিলের সদস্য, সরকারি কর্মকর্তা, কমনওয়েলথের হাই কমিশনার ও লন্ডনের মেয়র ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
- সূত্র: বিবিসি