রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা: ২৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন
রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে কক্সবাজারের জেলা দায়রা জজ আদালত।
রোববার দুপুরে কক্সবাজার বিচারক মোহাম্মদ ইসমাইল এই আদেশ দেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, চার্জ গঠনের মধ্য দিয়ে পরবর্তী ধার্য্য দিন থেকে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হবে। তবে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী মামলার পরবর্তী ধার্য্য দিন কখন তা নিশ্চিত বলতে পারেননি।
গত ১৩ জুন মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়, এতে ২৯ জনকে অভিযুক্ত করা হয়। যার মধ্যে ১৫ জন বর্তমানে কারাগারে রয়েছে, অন্য ১৪ জন এখনো পলাতক। গ্রেপ্তার ১৫ জনের মধ্যে ৪ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লম্বাশিয়া ডি ব্লকে আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন।
এরপর ৩০ সেপ্টেম্বর মুহিববুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।