যাত্রীদের কাছ থেকে প্রতিদিন অতিরিক্ত ১৮২.৪২ কোটি টাকা ভাড়া আদায়
ঢাকায় গণপরিবহন মালিক ও কর্মচারীরা যাত্রীদেরকে প্রতিদিন গড়ে অতিরিক্ত ১৮২ কোটি ৪২ লাখ টাকা দিতে বাধ্য করছে বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি (জেকেএস)।
সব ধরনের গণপরিবহনেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ এনেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
এর প্রতিবাদ করতে গেলে হেনস্তা, অপমান, এমনকি হত্যার শিকার হতে হচ্ছে যাত্রীদের বলে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এক আলোচনা সভায় উল্লেখ করে সংগঠনটি।
আলোচনায় বক্তারা আরও অভিযোগ করেন, জনগণের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের কারণে দেশে সামাজিক অস্থিরতা, দ্রব্যমূল্য এবং অপরাধের হার উদ্বেগজনকভাবে বাড়ছে।