ভারী বর্ষণ আর তীব্র যানজটে বিমানবন্দর সড়কে যাত্রীদের চরম ভোগান্তি
টানা বৃষ্টিপাত ও বিমানবন্দর সড়কে ব্যাপক যানজটের কারণে মঙ্গলবার সকাল থেকে রাজধানীতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বৃষ্টির পানিতে এই রুটের অনেকগুলো সড়ক তলিয়ে যাওয়ায় অফিসগামী ও শিক্ষার্থীদের বহনকারী শত শত যানবাহন আটকা পড়ে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে আলাপকালে গুলশান ট্রাফিক জোনের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, "সকাল থেকে বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার সড়কের পাশে পানি জমেছিল। এছাড়া কিছু এলাকায় নির্মাণকাজ চলমান থাকায় সড়কে সকাল থেকে যানজটের চাপ ছিল।"
"গাজীপুরমুখী পরিবহনও অনেকটা ধীরে চলছিল ফলে উত্তরামুখী পরিবহনের চাপ বেড়ে তা আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়ে।"
তবে সেটা দুপুর থেকে স্বাভাবিক হচ্ছে বলে জানান তিনি।
এদিকে ট্রাফিক পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে ভিআইপিদের চলাচলের জন্য বেশকিছু সড়ক বন্ধ রাখা হয়েছিল, এতে অবস্থা আরও খারাপ হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই যানজট নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। কেউ বিমানের ফ্লাইট মিস করেছে, কেউ গুরুত্বপূর্ণ সভায় সময়মতো উপস্থিত হতে পারেনি। প্রতিকূল ট্রাফিক পরিস্থিতির জন্য কর্মক্ষেত্রে পৌঁছাতেও দেরি হয়েছে বহু মানুষের।
ফলে এই রুট এড়ানোর পরামর্শ দিয়ে পোস্ট দিতেও দেখা গেছে অনেককে।