করোনা মোকাবেলায় ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’
সময়টা কতটা ভায়াবহ, বুঝতে পারছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র গিয়েও স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করনেনি বাংলাদেশ অলরাউন্ডার। ভ্রমণ করে যাওয়ায় যুক্তরাষ্ট্রে নিজেকে হোটেলবন্দী রেখেছেন সাকিব। করোনাভাইরাস থেকে মুক্তি পেতে পুরো বিশ্বই লড়ছে। এ সময় সুবিধাবঞ্চিত মানুষরা কীভাবে দিনযাপন করছেন, সেই চিন্তা ভাবিয়ে তুলেছে সাকিবকে।
তাই বসে না থেকে তাদের জন্য কাজে নেমে পড়েছেন বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকা সাকিব আল হাসান। কর্মহীন হয়ে পড়া মানুষদের সাহায্যে মাঠে নেমেছে তার 'দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন'। এদের জন্য ফান্ড তৈরি করবে সাকিবের ফাউন্ডেশন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে বিষয়টি জানিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
এই কার্যক্রমে সাকিবের ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত আছে দুটি সংবাদমাধ্যম ও একটি অনলাইন সেবাভিত্তিক প্রতিষ্ঠান। যৌথ এই উদ্যোগটি 'মিশন সেইভ বাংলাদেশ' নামে পরিচালিত হবে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন সাকিব। বাংলাদেশ অলরাউন্ডারের ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো-
'সারাদেশ আজ লড়ছে একটি মহামারীকে রুখতে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ দিন গুনছে কবে তাদের রোজগার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
এই মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে 'দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন' পদক্ষেপ নিয়েছে দেশ এবং সারাবিশ্বের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে ফান্ড উত্তোলনের। এই ফান্ড ব্যবহার করা হবে করোনাভাইরাসের কারণে প্রভাবিত সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করবার জন্য।
এর ধারা অনুযায়ী 'দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন' এর সর্বপ্রথম সহায়তা হতে যাচ্ছে 'মিশন সেইভ বাংলাদেশ' নামক একটি উদ্যোগে।
'মিশন সেইভ বাংলাদেশ' করোনাভাইরাসের প্রভাবকে মোকাবিলা করতে দ্য ডেইলি স্টার, Sheba.xyz এবং সমকালের একটি যৌথ উদ্যোগ। এই প্রোজেক্টটির উদ্দেশ্য হলো করোনাভাইরাসের কারণে প্রভাবিত নিম্ন-আয়ের এবং সুবিধাবঞ্চিত মানুষদের জীবিকার যোগান দেওয়া। এ পর্যন্ত ২০০০ সুবিধাবঞ্চিত পরিবারকে সাহায্য করেছে এই প্রকল্পটি এবং এই সংখ্যাকে বৃদ্ধি করতে নিরলস প্রচেষ্টা চলছে।
আসুন, সবাই মিলে একসাথে লড়ি, একসাথে বাঁচি। কারণ, মানুষ তো মানুষেরই জন্য।'
করোনা মোকাবেলায় সাকিবের মতো বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররাও এগিয়ে গেছেন। বাংলাদেশের ২৭জন ক্রিকেটার মিলে ফান্ড গঠন করেছেন। এক মাসের বেতনের অর্ধেকটা এই ফান্ডে দেওয়ার সিদ্ধন্ত নিয়েছেন এসব ক্রিকেটার। এ ছাড়া ব্যক্তিগতভাবেও দুস্থদের সাহায্য করে যাচ্ছেন ক্রিকেটাররা।
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে ইতোমধ্যে ৪৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫ জন। এ ছাড়া চিকিৎসায় ১৫ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।