রোববার দেশব্যাপী বিএনপির সমাবেশ
মিরপুরে দলীয় কর্মসূচিতে হামলার প্রতিবাদে রোববার সারাদেশে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
তিনি বলেন, ১৮ সেপ্টেম্বর (রোববার) ঢাকা মহানগরসহ প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
তিনি বলেন, "গতকাল (বৃহস্পতিবার) একটি শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন দেশব্যাপী সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এই হামলা ও সরকারের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।"
বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। "তাই হামলা-মামলা, গ্রেপ্তার, হত্যা-নির্যাতন করেও বিএনপির আন্দোলনকে দমন করা যাবে না," বলেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ।
এদিকে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও নাগরিক ঐক্য।
আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী আন্দোলনে বিএনপির সঙ্গে মাঠে নামার ঘোষণা দিয়েছে তিন দল। একইসঙ্গে বিএনপি আন্দোলনের যে রূপরেখা দেবে সে বিষয়ে ইতোমধ্যেই একমত হয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এলডিপি আয়োজিত 'দেশের সার্বিক পরিস্থিতি' শীর্ষক আলোচনায় দলটির নেতারা এ ঘোষণা দেন।
এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের চেষ্টা চলছে।
তিনি বলেন, "আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিএনপি আন্দোলনের রোডম্যাপ তৈরি করবে।"
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, "প্রধানমন্ত্রী ক্ষমতা ধরে রাখতে ভারতে গিয়েছিলেন, কিন্তু ভারত এবার শেখ হাসিনাকে সেই ক্ষমতার আশ্বাস দেয়নি।"
তিনি আরো বলেন, "এই সফরের পর আওয়ামী লীগ বুঝতে পেরেছে, তাদের সাথে পৃথিবীর কেউ নেই। ভারত থেকে তিনি তার সাথে কিছু আনতে পারেননি," যোগ করেন তিনি।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বলেছেন, "অতীতে কোন দল কী ভূমিকা পালন করেছিল তা নিয়ে আমরা ভাবতে চাই না। বর্তমান সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করছি। আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টার এই সরকারকে ক্ষমতাচ্যুত করব।"