সংশোধিত সিলেবাসে হবে ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা
আজ রোববার (১৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নোটিশ জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
২০২৩ সালের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর প্রস্তুতকৃত সংশোধিত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।
আজ রোববার (১৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নোটিশ জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
এতে বলা হয়, মাধ্যমিক পর্যায়ে আইসিটি পরীক্ষা হবে ৫০ নম্বরে, অন্যান্য বিষয়ে ১০০ নম্বরে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সময় হবে তিন ঘণ্টা।
অন্যদিকে, উচ্চ মাধ্যমিকে সকল বিষয় ১০০ নম্বরে এবং তিন ঘণ্টাব্যাপী পরীক্ষা নেওয়া হবে।