খালেদার শর্তসাপেক্ষে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে গেজেট জারি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার।
আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এনিয়ে সরকার এ পর্যন্ত ষষ্ঠবারের মতো খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিত করেছে, চলতি সাজা স্থগিতের মেয়াদ শেষ হবে ২৪ সেপ্টেম্বর।
প্রজ্ঞাপনে বলা হয়, খালেদা জিয়া ঢাকায় নিজ বাসভবনে চিকিৎসা নেবেন এবং এ সময় তিনি বিদেশ ভ্রমণ করতে পারবেন না।
খালেদা জিয়ার সাজা স্থগিত রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়ে গত ১১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার পরিবারের সদস্যরা।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে, ২০২০ সালের ২৫ মার্চ একটি নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়াকে ছয় মাসের জন্য কারাগার থেকে মুক্তি দেয় সরকার।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার পর সাবেক এ প্রধানমন্ত্রীকে পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
পরে তিনি দ্বিতীয় আরেকটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকে গুলশানের বাসায় অবস্থান করছেন ৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন। চিকিৎসকদের একটি বিশেষ দল তার চিকিৎসায় নিয়োজিত আছে।