‘এই শিরোপাটা বাংলাদেশের মানুষের প্রাপ্য, এটা তাদের জন্য’
বাংলাদেশের হয়ে ৩২টি গোল করেছেন সাবিনা খাতুন। এর মধ্যে ২২টিই সাফ চ্যাম্পিয়নশিপে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠতম আসরে এতোবার জালের ঠিকানা খুঁজে পাওয়াটা নিশ্চয়ই বাংলাদেশের অধিনায়কের জন্য তৃপ্তির। কিন্তু সেই গোলে যদি দেশের শ্রেষ্ঠত্ব প্রমাণ না হয়, তাতে কতোটা তৃপ্তি মেলে! প্রশ্নটা নিশ্চয়ই পোড়াতো বাংলাদেশের গোলমেশিনকে।
যদিও এই প্রশ্নটির ছুটি হয়ে গেছে। গোল করে দলকে জেতানোর তৃপ্তিটা কেমন? এখন এমন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশের সাফ চ্যাম্পিয়ন জয়ে অন্যতম ভূমিকা রাখা সাবিনা। বাংলাদেশের এই স্ট্রাইকারের মতে, এই টুর্নামেন্ট তার ক্যারিয়ার সেরা। আর শিরোপাটি বাংলাদেশের মানুষের প্রাপ্য।
দল শিরোপা জিতেছে, যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাবিনা। দুটি হ্যাটট্রিকসহ ৮ গোল করে এবারের সাফের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি। দলের শিরোপা জেতার পাশপাশি এতো ব্যক্তিগত পুরস্কার, কেমন লাগছে?
চ্যাম্পিয়নের মুকুট জিতে সংবাদ সম্মেলনে হাজির হওয়া বাংলাদেশের অধিনায়ক তার অনুভূতি জানান এভাবে, 'প্রথমত, চ্যাম্পিয়ন হতে পেরে ভালো লাগছে। নিজের চেষ্টা ও পরিশ্রম মাঠে দিয়ে গেছি। সেটার ফল ফাইনালে পেলাম। এই টুর্নামেন্ট আমার ক্যারিয়ারের সেরা।'
২০১৬ সাফের ফাইনালে ভারতের কাছে হার মানে বাংলাদেশ। আক্ষেপ ছিল শিরোপা না পাওয়ার, তবে সেই অতৃপ্তি ঘোচানোর কথা একবারও মনে আসেনি তার। নতুন আসরে নতুন স্বপ্নে বুদ ছিলেন তিনি, 'স্বপ্ন ছিল দক্ষিণ এশিয়ার টুর্নামেন্টটি নিজেদের ঘরে তুলব। সেটা ২০২২ সালে এসে করতে পেরেছি।'
'বিশেষ করে দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি, বাংলাদেশের মানুষ নারী ফুটবলের প্রতি এতো আস্থা নিয়ে বসে আছে। গতকাল পর্যন্তও পোস্ট দেখছিলাম আর মন খারাপ হচ্ছিল যে, আমরা এই মানুষগুলোর হাসি ধরে রাখতে পারব কিনা। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার পর মনে হয়েছে বাংলাদেশের মানুষের এ শিরোপাটা প্রাপ্য, এটা তাদের জন্য।'
গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো খেলে আসছে নারী দল। কিন্তু ২০১৬ সাল থেকে ৫টি বয়সভিত্তিক টুর্নামেন্ট জিতে আজকের এই অবস্থানে আসা দলটির পথচলা একটা পর্যায়ে গিয়ে থেমে যাচ্ছিল, মিলছিল না শিরোপার দেখা। সাবিনাদের লক্ষ্য ছিল টুর্নামেন্ট জিতে নিজেদের উন্নতি প্রমাণ করে দেওয়া, 'আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশের মেয়েরা যে ফুটবলে উন্নতি করেছে, সেটা এই টুর্নামেন্টে প্রমাণ করব।'
স্বাগতিক নেপালকে হারিয়ে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শিরোপার জেতার উল্লাসে মাসে বাংলাদেশের অদম্য মেয়েরা। তবে তাদের অপেক্ষা দেশে ফিরে উদযাপন করার। সাবিনা বলেন, 'মাঠে কেমন উৎসব হয়েছে, তা সবাই দেখেছেন। তবে এখান থেকে দেশে যাওয়ার পরই উল্লাসটা আরও বোঝা যাবে। আমরা সে জন্যই অপেক্ষা করছি।'