নেপালে যেভাবে সময় কাটছে সাফজয়ী সানজিদা-সাবিনাদের
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট এখন বাংলাদেশের মেয়েদের মাথায়। দীর্ঘদিনের সংগ্রাম শেষে চ্যাম্পিয়নের ট্যাগ জিতেছেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানি সরকার, সিরাত জাহান স্বপ্নারা। নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সফল মিশন শেষে বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকা এসে পৌঁছাবে বাংলাদেশ দল।
গত কয়েক বছরে নারী ফুটবলে উন্নতি হলেও শিরোপা জেতা হচ্ছিল না জাতীয় দলের। সম্ভাবনা জাগিয়েও একটা পর্যায়ে থেমে যাচ্ছিল স্বপ্নযাত্রা। তাই অধিনায়ক সাবিনার অপেক্ষা ছিল সেরার মুকুট জিতে নারী ফুটবলের উন্নতির গ্রাফটা সবার সামনে তুলে ধরা। অবশেষে সেই দিন এসেছে, যেখানে তিনি ছিলেন কাণ্ডারীর ভূমিকায়।
দলের শিরোপা জেতার মিশনে টুর্নামেন্টের সর্বোচ্চ ৮ গোল করা সাবিনা জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কারও। সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রুপনা চাকমা। টুর্নামেন্টের সব পুরস্কারই উঠেছে বাংলাদেশের ঝুলিতে। স্বপ্নের এক টুর্নামেন্ট জেতার পরের দিনটা নেপালে দারুণভাবেই কাটছে বাংলাদেশের অদম্য মেয়েদের।
নেপালে বাংলাদেশের মেয়েদের কীভাবে সময় কাটছে, তা জানিয়েছেন বাফুফের উইমেন উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ম্যাচের পর আনন্দ-উল্লাসে ক্লান্তি ভর করলেও পরের দিনটা শুয়ে বসে কাটাচ্ছেন না সাবিনারা। কাঠমান্ডুর দর্শনীয় বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছেন তারা। দুপুরের খাবার সেরে বিকালে কেনাকাটায় কাটে সানজিদা-স্বপ্নাদের। মাঝে ফেসবুকে ছবি, ভিডিও পোস্ট করেছেন কয়েকজন।
কেনাকাটা শেষে সন্ধ্যায় কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরীর নিমন্ত্রণে বাংলাদেশ দূতাবাসে যাবে বাংলাদেশ দল। সেখানে রাতের খাবার খাবেন সাবিনারা। এরপর রাত পেরোলেই বীরের বেশে দেশে ফেরার প্রস্তুতি শুরু হবে তাদের।
আরও আগেই বাংলাদেশ দলকে নিমন্ত্রণ পাঠান সালাহউদ্দিন নোমান চৌধুরী। কিন্তু মনোযোগ ধরে রাখতে দলকে দাওয়াতে যেতে দেননি কোচ গোলাম রব্বানী ছোটন। সেই নিমন্ত্রণে আজ যাচ্ছেন সাবিনারা।