বিমানবন্দরে সাফজয়ী ফুটবলারদের লাগেজ থেকে ডলার-টাকা চুরি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের দুই সদস্য কৃষ্ণা রানি সরকার ও শামসুন্নাহারের লাগেজ ভেঙে ডলার ও টাকা চুরির অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার নেপাল থেকে ঢাকায় ফেরার পর বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
কৃষ্ণার বাবা বাসুদেব সরকার গণমাধ্যমকে বলেন, 'সকালে কৃষ্ণা আমাকে ফোন করে বলে, ওর লাগেজ থেকে ৪০০ ডলার চুরি করে নিয়েছে। আর শামসুন্নাহারের লাগেজ থেকেও কিছু নেপালি টাকা ও কাপড়চোপড় হারিয়েছে।'
বাংলাদেশ ফুটবল দলের সহকারী কোচ মাহবুবুর রহমান এ ঘটনায় হতাশা প্রকাশ করে বলেছেন, 'বিমানবন্দরে নামার পর জানতে পারি কৃষ্ণা, শামসুন্নাহারসহ আমাদের দলের ফিজিওর কিছু জিনিসপত্র খোয়া গেছে। টাকাপয়সাও হারিয়েছে।'
'আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি কিরণ আপাকে (মাহফুজা আক্তার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইং চেয়ারম্যান) জানিয়েছি। আপা ইতিমধ্যে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।'
বুধবার দুপুর ১.৪০ মিনিটের দিকে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ ট্রফি বিজয়ী নারী ফুটবল দলকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
কিন্তু ফুটবলাররা বিমানবন্দরে নামার পর চরম বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। ভিড়ের কারণে বিমানবন্দরে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করা হয় এবং ফুটবলাররা সরাসরি ছাদখোলা বাসে উঠে যান।
বাফুফে ভবনে যাওয়ার পথে ঢাকার অসহনীয় গরম এবং যানজটের মুখে পড়েন খেলোয়াড়রা।
সেসময় বিমানবন্দরের লাগেজ বেল্টের পাশেই পড়ে ছিল সাবিনা, কৃষ্ণাদের লাগেজগুলো। পরে বাফুফের পক্ষ থেকে লাগেজগুলো সংগ্রহ করা হয়। কিন্তু একাধিক খেলোয়াড় তাদের লাগেজ তালাভাঙা অবস্থায় পান।