অলিম্পিক গেমসের নতুন তারিখ ঘোষণা
করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে গেছে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসর অলিম্পিক গেমস। পিছিয়ে দেওয়ার ঘোষণার দিনই জানানো হয়েছিল, আগামী বছর অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক। সোমবার টোকিও অলিম্পিকের নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে। ২০২১ সালের ২৩ জুলাই টোকিওতে শুরু হবে অলিম্পিক, চলবে ৮ আগস্ট পর্যন্ত।
জাপান সরকার, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি), টোকিও অলিম্পিক আয়োজক কমিটি ও আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। অলিম্পিকের নতুন তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এক বছর পেছালেও আসরটির নাম থাকবে টোকিও অলিম্পিক ২০২০।
এই বছর জাপানে প্যারালিম্পিক গেমসও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ্ই আসরটিও এক বছর পিছিয়ে দেওয়া হয়। আগামী বছরের ২৪ আগস্ট শুরু হবে প্যারালিম্পিক। চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
এক বিবৃতিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ বলেছেন, 'বর্তমানে অন্ধকার এক সুরঙ্গের মধ্যে দিন কাটাচ্ছে মানবজাতি। এই সুরঙ্গের শেষে আলোর আশা হতে পারে টোকিও অলিম্পিক ২০২০।'
করোনাভাইরাসের কারণে প্রথম দল হিসেবে টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নেয় কানাডা। অলিম্পিকে ক্রীড়াবিদ না পাঠানোর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়াও। এরপর অন্যান্য দেশের অলিম্পিক কমিটিও আসরটি স্থগিত করার আবেদন শুরু করে। ক্রমাগত চাপের প্রেক্ষিতে টোকিও অলিম্পিক স্থগিত করার সিদ্ধান্ত নেয় জাপান ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
অলিম্পিক পিছিয়ে যাওয়ায় বড় অঙ্কের ক্ষতি হয়েছে আয়োজক দেশ জাপানের। অলিম্পিক আয়োজনে ১ হাজার ২০০ কোটি ডলার খরচ করেছে তারা। এ ছাড়া স্পন্সর ও সম্প্রচার সত্ত্ব থেকেও বড় অঙ্কের ক্ষতি হয়েছে জাপানের।
এর আগে তিনবার বাতিল হয়েছে অলিম্পিক গেমস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪০ সালে অলিম্পিক বাতিল হয়ে যায়। সেবারও আয়োজক ভেন্যু ছিল টোকিও। ভেন্যু পরিবর্তন করলেও বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় এই আসরটি আর আয়োজন করা সম্ভব হয়নি।
একই কারণে ১৯৪৪ অলিম্পিক বাতিল হয়ে যায়। তারও আগে ১৯১৬ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক বাতিল হয় প্রথম বিশ্বযুদ্ধের কারণে।