টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের গ্রুপে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট কেটে কদিন আগেই দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। এর কদিনের মধ্যে বিশ্বকাপের প্রতিপক্ষদের নাম জেনে গেলেন বাছাইয়ে চ্যাম্পিয়ন হওয়া নিগার, সালমা, রুমানারা। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে এক নম্বর গ্রুপে পড়েছে বাংলাদেশ।
এই গ্রুপে আছে দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাকি দুই দল হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। গ্রুপ দুইয়ে আছে ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও বাছাই পর্বে রানার্স আপ হওয়া আয়ারল্যান্ড। সোমবার দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের গ্রুপিং ও সূচি প্রকাশ করেছে আইসিসি।
আগামী বছরের ১০ ফেব্রুয়ারি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশের প্রথম ম্যাচ ১২ ফেব্রুয়ারি, কেপ টাউনে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে নিগারের দল।
১৪ ফেব্রুয়ারি গেবেখায় পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ১৭ ফেব্রুয়ারি কেপটাউনে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ ফেব্রুয়ারি লড়বে বাংলাদেশের মেয়েরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে ১০টি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কেপ টাউন, পার্ল ও গেবেখায়। সেমি-ফাইনাল ও ফাইনাল হবে কেপ টাউনে। দুই গ্রুপের শীর্ষ চার দল সেমি-ফাইনালে উঠবে। ম্যাচ দুটি হবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। এই তিন ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।