সফটওয়্যার মাইগ্রেশন: চট্টগ্রাম কাস্টমস হাউসের শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকবে ১২ ঘণ্টা
জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ১২ ঘণ্টা পর্যন্ত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৪ অক্টোবর রাত ৮টা থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত মাইগ্রেশন কার্যক্রম চলবে। ওই সময় আমদানি-রপ্তানি পণ্য চালানের বিল অব এন্ট্রি দাখিল, শুল্কায়ন, ডিউটি পেমেন্ট এবং বন্দর থেকে ডেলিভারি কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি চট্টগ্রাম কাস্টমসের পক্ষ থেকে সকল স্টেকহোল্ডারদের ই-মেইল এবং এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেনশন) মাহফুজ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমটি জাতীয় রাজস্ব বোর্ড থেকে নিয়ন্ত্রণ করা হয়। আগামী ১৪ অক্টোবর অ্যাসাইকুডা সিস্টেমের মাইগ্রেশন করা হবে। তাই ১২ ঘণ্টা সিস্টেমের আওতায় থাকা সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে।"
আমদানি-রপ্তানি বাণিজ্যকে গতিশীল করতে ১৯৯৫ সালে চট্টগ্রাম কাস্টমস হাউসে অটোমেশনের যাত্রা শুরু হয়। ২০১৩ সাল থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড পদ্ধতি চালু হয়। এই পদ্ধতিতে বিদেশ থেকে পণ্য আমদানির পর এর শুল্কায়ন থেকে শুরু করে সবকিছুই অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে।
চট্টগ্রামসহ দেশের সব বন্দর এ সফটওয়্যারের আওতায় কাজ করে। এটি নিয়ন্ত্রণ করা হয় কাকরাইলের এনবিআরের কার্যালয় থেকে। কোনো চালান ছাড়তে না চাইলে এ সফটওয়্যারের মাধ্যমে সেটা বন্ধ করারও স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে।