ইউক্রেনে পশ্চিমা সহায়তার পাল্টা জবাব দিবে মস্কো, ন্যাটোর সঙ্গে সংঘর্ষ নিয়ে সতর্কতা
ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর ইচ্ছা না থাকা সত্ত্বেও ইউক্রেনে পশ্চিমা রাষ্ট্রগুলোর বাড়তে থাকা সম্পৃক্ততার পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার ডেপুটি ফরেন মিনিস্টার সের্গেই রিয়ারকভ। মঙ্গলবার ওয়াশিংটন কিয়েভে সামরিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়ার পর তিনি এই মন্তব্য করেন।
যুদ্ধ শুরু হওয়ার পর সোমবার ইউক্রেনে সবচেয়ে ভয়াবহ সিরিজ ক্ষেপনাস্ত্র হামলা চালায় রাশিয়া। ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয় বলে মস্কোর দাবি।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ বলেছেন, ইউক্রেনে পশ্চিমাদের আরও বেশি সম্পৃক্ততা যুদ্ধের পরিসর বৃদ্ধির ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।
কিয়েভকে গোয়েন্দা তথ্য, প্রশিক্ষণ এবং যুদ্ধ নির্দেশিকা প্রদানের ফলে রাশিয়া ও ন্যাটোর মধ্যে সংঘর্ষের ঝুঁকি আরও বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার সের্গেই রিয়ারকভ বলেন, 'ইউক্রেনকে সতর্ক করার পাশাপাশি আমরা আশা করব যে তারা ওয়াশিংটন এবং অন্যান্য পশ্চিমাদের অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকা সম্পৃক্ততার ঝুঁকি অনুধাবন করতে পেরেছে'।
হামলার পর ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা সবচেয়ে বেশি জরুরি বলে জানিয়েছে কিয়েভ।
এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রুশ হামলা থেকে আত্মরক্ষার জন্য ইউক্রেনকে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনে সামরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর পেন্টাগন জানায় তারা আগামী দুই মাসের মধ্যে ইউক্রেনে ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম পাঠানো শুরু করবে।
এদিকে আজ মঙ্গলবার বাইডেনসহ জি-৭ নেতারা ইউক্রেনে প্রতিশ্রুত সামরিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে এক ভার্চুয়াল আলোচনায় বসবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
সোমবার ভোরে ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ ক্ষেপনাস্ত্র হামলায় ১৯ জন নিহত এবং ১০৫ জন আহত হয় বলে জানান জরুরি পরিষেবায় নিয়োজিত কর্মকর্তারা। চৌরাস্তা, পার্ক এবং পর্যটন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পর আজ মঙ্গলবার সকাল পর্যন্ত কিয়েভ, লভিভ, সুমি, টেরনোপিল এবং খমেলনিটস্কি অঞ্চলে ৩০১টি এলাকা এখন পর্যন্ত বিদ্যুৎবিহীন রয়েছে।
আকাশ, স্থল ও সমুদ্র থেকে কয়েক ডজন মিসাইল নিক্ষেপের মাধ্যমে চালানো এই হামলা গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বড় ও বিস্তৃত আক্রমণ।
আজ মঙ্গলবারও হামলা চালানোর খবর দিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। দেশটির দক্ষিণ-পূর্ব শহর জাপোরিঝিয়াতে ক্ষেপনাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছে বলে জানা গেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগকারী সেতুতে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে পালটা প্রতিশোধ হিসেবে সিরিজ হামলার নির্দেশ দেন।রইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বাইডেনের সঙ্গে কথা বলেন। টেলিগ্রামে তিনি লিখেছেন, আমাদের প্রতিরক্ষা সহযোগিতায় এক নাম্বার অগ্রাধিকার পাবে বিমান প্রতিরক্ষা।
'আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার জন্য সবকিছু করব। যুদ্ধক্ষেত্রকে শত্রুর জন্য আরও কঠিন ও যন্ত্রণাদায়ক করে তুলব আমরা,' সোমবারের ভাষণে বলেন জেলেনস্কি।
- সূত্র: রয়টার্স