ন্যাটোর সুরক্ষা পেলে যুদ্ধবিরতিতে রাজি জেলেনেস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রস্তাব করেছেন ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলো ন্যাটোর সুরক্ষার আওতায় আনা হলে যুদ্ধের 'উত্তপ্ত পরিস্থিতি' বন্ধ হতে পারে। খবর বিবিসি'র।
স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কিকে প্রশ্ন করা হয়, কেবল কিয়েভের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোর জন্য ন্যাটো সদস্যপদ তিনি গ্রহণ করবেন কি না।
জবাবে জেলেনস্কি বলেন, তিনি এতে রাজি, তবে দখলমুক্ত ইউক্রেনকে ন্যাটোর সুরক্ষার আওতায় আনতে হবে, এবং এই প্রক্রিয়ায় আন্তর্জাতিকভাবে সীমানাকে স্বীকৃতি দিতে হবে। আপাতত রাশিয়ার দখলে থাকা পূর্বাঞ্চল এই প্রস্তাবের বাইরে থাকতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, 'যদি আমরা যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতি থামাতে চাই, তবে আমাদের দ্রুত ন্যাটোর সুরক্ষায় আমাদের নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের অংশগুলো আনতে হবে। পরে দখলকৃত অঞ্চলগুলো কূটনৈতিক উপায়ে ফেরত আনা সম্ভব হবে।'
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ন্যাটোর সুরক্ষার আওতায় ইউক্রেনের নিয়ন্ত্রিত অঞ্চল আনার প্রস্তাব আপাতত তাত্ত্বিক পর্যায়েই রয়ে গেছে। তিনি নিজেই বলেছেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো প্রস্তাব আনুষ্ঠানিকভাবে কেউ দেয়নি।
জেলেনস্কি বলেন, ন্যাটো সদস্যপদ পুরো ইউক্রেনকেই দিতে হবে, যার মধ্যে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অংশগুলোও থাকবে। তিনি স্পষ্ট করেন, 'শুধু একটি অংশকে সদস্যপদ দেওয়া মানে হবে ইউক্রেনের বাকি অংশকে রাশিয়ার বলে স্বীকৃতি দেওয়া।'
তিনি বলেন, অনেকেই যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছেন, কিন্তু রাশিয়ার পুনরায় আক্রমণ ঠেকানোর ব্যবস্থা ছাড়া এটি ঝুঁকিপূর্ণ। তার মতে, কেবল ন্যাটো সদস্যপদই এমন নিশ্চয়তা দিতে পারে।
জেলেনস্কি আগেই জানিয়েছেন, ইউক্রেনের মিত্ররা যথেষ্ট দৃঢ় সংকল্প দেখালে আগামী বছর যুদ্ধ শেষ হতে পারে। এদিকে, পশ্চিমা মহলে 'ওয়েস্ট জার্মান মডেল' নিয়ে আলোচনা চলছে, যেখানে বিভক্ত একটি দেশকেও ন্যাটো সদস্যপদ দেওয়া হয়েছিল। তবে এই মডেল নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি।
অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও ইউক্রেনকে পুরোপুরি বশে আনার ইচ্ছা ত্যাগ করেছেন, এমন কোনো ইঙ্গিত মেলেনি। তাই ইউক্রেনের কোনো অংশ ন্যাটোর আওতায় আসবে, এমন ভাবনাও এই মুহূর্তে অবাস্তব।