মাহমুদউল্লাহকে ছাড়িয়ে সবার উপরে সাকিব
বল হাতে রেকর্ডটা অনেক আগেই নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান। কেবল বাংলাদেশের বোলারদের মধ্যেই নয়, টি-টোয়েন্টির ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। এবার ব্যাট হাতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক হলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এ পথে তিনি ছাড়িয়ে গেছেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।
ত্রিদেশীয় সিরিজে বুধবার ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে দল হারলেও ৪৪ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেন সাকিব। এই ইনিংস খেলার পথে বাংলাদেশের পক্ষে সর্বাধিক রানের মালিক হয়ে যান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
২০০৬ সালে টি-টোয়েন্টি অভিষেক হয় সাকিবের। এরপর সংক্ষিপ্ততম এই ফরম্যাটে জাতীয় দলের হয়ে ১০৩টি ম্যাচ খেলেছেন তিনি। ১০২ ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১১টি হাফ সেঞ্চুরিসহ ২৩.৪১ গড়ে ২ হাজার ১৩১ রান করেছেন টি-টোয়েন্টি অধিনায়ক। ১২১ ম্যাচের ১১৩ ইনিংসে ৬টি হাফ সেঞ্চুরিসহ ২৩.৫৭ গড়ে ২ হাজার ১২২ রান নিয়ে দুই নম্বরে মাহমুউল্লাহ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হওয়ার দিনে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে ছাড়িয়ে গেছেন সাকিব। এই ম্যাচে নামার আগে বাঁহাতি এই ব্যাটসম্যানের রান ছিল ২ হাজার ৬১। মিলার ১০৭ ম্যাচের ৯৩ ইনিংসে ৫টি হাফ সেঞ্চুরিসহ ৩৩.৯১ গড় ও ১৪৫.৪৯ স্ট্রাইক রেটে ২ হাজার ৬৯ রানের মালিক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাকিবের অবস্থান এখন ১৬ নম্বরে।
বোলিংয়ে লম্বা সময় ধরে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম স্পিনার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়া সাকিবের উইকেট ১২২টি। ৯৯ ম্যাচে ১২১ উইকেট নিয়ে দুই নম্বরে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। দুর্বার গতিতে ছুটে চলা আফগানিস্তানের লেগ স্পিনার ৭১ ম্যাচে ১১৮ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন।