অতি উৎসাহী পুলিশ ও আ.লীগ ‘ক্যাডারদের’ তালিকা করতে বললেন বিএনপি নেতা খসরু
বিএনপি'র সিনিয়র নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী তার দলের নেতাকর্মীদের বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলাকারী এবং কর্মসূচিতে বাধা সৃষ্টিকারী 'অতিউৎসাহী' পুলিশ সদস্য ও ক্ষমতাসীন দলের 'ক্যাডারদের' তালিকা তৈরি করতে বলেছেন।
তিনি বলেন, 'আমরা লক্ষ্য করছি, পুলিশ সদস্যরা বিএনপি নেতাকর্মীদের তালিকা তৈরি করছে। আমি আমাদের নেতাকর্মীদের বলতে চাই যে গতকাল (বুধবার) আওয়ামী ক্যাডারদের যারা বাধা সৃষ্টি করেছে, আপনাদের ওপর হামলা করেছে, আহত করেছে এবং ভাঙচুর করেছে তাদের তালিকা তৈরি করুন।'
বৃহস্পতিবার নগর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, 'সংবিধান, দেশের আইন ও পুলিশের নিয়ম লঙ্ঘন করে অন্যায়ভাবে কাজ করা অতি উৎসাহী পুলিশ সদস্যদের তালিকা তৈরি করুন।'
খসরু অভিযোগ করেন, বুধবার বন্দরনগরীতে বিএনপির সমাবেশে যাওয়ার পথে আওয়ামী ও যুবলীগের 'ক্যাডাররা' বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।
এছাড়া সমাবেশের আগের দিন পুলিশের কিছু অতি উৎসাহী সদস্য বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়ে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, 'আওয়ামী ক্যাডার বাহিনী নগরীর বিভিন্ন স্থানে ও প্রবেশপথে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে তাদের যানবাহন অবরোধ করে।'