পাকিস্তানের উপ-নির্বাচনে ৮ আসনের ৬টিতেই ইমরানের জয়
পাকিস্তানে কয়েকটি আসনের উপ-নির্বাচনে বিপুল জয় পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়, ৮টি আসনের ৭টিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইমরান, এরমধ্যে ৬টিতেই তিনি জয়ী হয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রীর এই বিজয় পাকিস্তানের ক্ষমতাসীন সরকারের ওপর চাপ সৃষ্টি করবে বলে ধারণ করা হচ্ছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ইমরান খান পদ হারানোর পর থেকে সরকারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আগাম জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন তিনি। এরইমধ্যে উপ-নির্বাচনে বিপুল জয় তার দাবি ও প্রচারণায় আরও গতি এনে দিতে চলেছে।
পাকিস্তানের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সমস্ত ভোট গণনার পর দেখা গেছে, ৮টি আসনের মাত্র ২টিতে জয়ী হয়েছেন ক্ষমতাসীন জোট পাকিস্তান পিপলস পার্টির সদস্য, বাকি ৬টিতেই সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন ইমরান।
যদিও সাবেক প্রধানমন্ত্রীকে জয়ী হওয়া আসনগুলোর একটি বাদে বাকিগুলো ছেড়ে দিতে হবে এবং ওই আসনগুলোতে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে পিটিআই'র এই বিজয়ে, পাকিস্তানের ২২০ মিলিয়নেরও বেশি ভোটার যে ইমরান খানের রাজনৈতিক আদর্শের ওপর ভরসা রাখে তারই ইঙ্গিত পাওয়া গেল।
চলতি বছরের এপ্রিলে পার্লামেন্টে বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান। এরপর থেকে তিনি পাকিস্তানজুড়ে আগাম জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ করে যাচ্ছেন। তার এসব সমাবেশে সমর্থন দিচ্ছেন দেশটির বিশাল সংখ্যক জনতা।
উপ-নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে তেহরিক-ই-ইনসাফের সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী এক টুইট বার্তায় বলেন, "আমি সরকারকে জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে দেশে নতুন নির্বাচন ঘোষণা করার আহ্বান জানাচ্ছি।"
"নির্বাচনী কাঠামো নিয়ে আমরা সরকারের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত," যোগ করেন ফাওয়াদ।
- সূত্র: ব্লুমবার্গ