ইউনিয়ন মডেল কেন্দ্রে বছরে ১২ লাখ সাধারণ ডেলিভারি সম্ভব: স্বাস্থ্যমন্ত্রী
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে বছরে ১২ লাখ প্রতিষ্ঠানিক সাধারণ ডেলিভারি সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর মাধ্যমে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
মন্ত্রণালয় শিশুমৃত্যু কমাতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দেশে প্রাতিষ্ঠানিক সাধারণ ডেলিভারির সংখ্যা বাড়াতে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোট ৫০০টি কেন্দ্রে এই সেবা চালু করা হয়েছে বলে জানান তিনি। এসব কেন্দ্রে পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতিও দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৫০০টি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে প্রতি বছর ৬০ শতাংশ ডেলিভারিই সিজারিয়ান হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এ হার ১৫ শতাংশের বেশি হওয়া উচিত না।
স্বাস্থ্য মন্ত্রণালয় সিজারিয়ান ডেলিভারি কমিয়ে আনতে সামনে আরও ৫০০টি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে বলে জানান জাহিদ মালেক।
"এসব কেন্দ্রে বছরে ১২ লাখ সাধারণ ডেলিভারি করা সম্ভব। মোট ডেলিভারির ৫০ শতাংশ হাসপাতালে হয়, বাকিটা বাড়িতে। এটি প্রাতিষ্ঠানিক করলে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমবে। আমাদের যে পরিকল্পনা তা বাস্তবায়ন করতে পারলে ৯০ থেকে শতভাগ ডেলিভারি প্রাতিষ্ঠানিক হয়ে যাবে,' বলেন স্বাস্থ্যমন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, 'নিরাপদ মাতৃত্ব আমাদের লক্ষ্য, শুধুমাত্র এসডিজি বাস্তবায়ন নয়, বাচ্চা জন্ম দিতে গিয়ে একজন মা কেন মারা যাবে? আমাদের অবকাঠামো আছে। এখন তা সঠিকভাবে ব্যবহার করতে হবে।'
দেশে প্রতিটি ইউনিয়নে প্রায় ২৫ হাজার থেকে ৩৫ হাজার মানুষের বাস। এখান প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির মধ্যে মা ও নবজাতক শিশু মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি।
সেবাকেন্দ্র থেকে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা সেবা দিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ইউনিয়ন পর্যায়ে প্রতিটি উপজেলা থেকে একটি করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৩৩৬৪ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে ৫০০টি কেন্দ্রকে প্রাথমিক পর্যায়ে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে রূপান্তর করা হচ্ছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সব কেন্দ্রকে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে রূপান্তর করা হবে।