জিম্বাবুয়েকে হারিয়ে টিকে রইলো ওয়েস্ট ইন্ডিজ
দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হচ্ছে প্রথম রাউন্ড। এখানে আবার প্রথম ম্যাচেই অঘটনের শিকার ক্যারিবীয়রা, তাদেরকে হারিয়ে রূপকথা লেখে স্কটল্যান্ড। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি তাই মহাগুরুত্বপূর্ণ ছিল নিকোলাস পুরানের দলের জন্য। হারলেই বিদায় ঘণ্টা বেজে যেতে পারতো তাদের। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় ঘুরে দাঁড়ালো তারা, জিম্বাবুয়েকে হারিয়ে বাঁচিয়ে রাখলো সুপার টুয়েলভের আশা।
বুধবার হোবার্টে প্রথম রাউন্ডের 'বি' গ্রুপের ম্যাচে জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়েও পয়েন্ট টেবিলে খুব বেশি উন্নতি হয়নি তাদের। দুই ম্যাচে একটি করে জয় ও হারে ২ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে তারা। স্কটল্যান্ড ও জিম্বাবুয়েও দুটি করে ম্যাচ খেলে একটি করে জিতেছে। রান রেটে স্কটল্যান্ড এক নম্বরে, দুইয়ে জিম্বাবুয়ে। সুপার টুয়েলভের টিকেট কাটতে শেষ ম্যাচটি এই তিন দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ।
জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। একটা সময়ে ভালো অবস্থানে থেকেও দিক হারানো দলটি জনসন চার্লস ও রভম্যান পাওয়েলের ব্যাটে ৭ উইকেটে ১৫৩ রান তোলে। জবাবে এদিন লড়াই-ই করতে পারেনি প্রথম ম্যাচে সহজ জয় তুলে নেওয়া জিম্বাবুয়ে। আলজারি জোসেফ ও জেসন হোল্ডারের বোলিং তোপে ১৮.২ ওভারে ১২২ রানে অলআউট হয়ে যায় তারা।
যদিও জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দাপুটে শুরু করে জিম্বাবুয়ে। অধিনায়ক রেজিস চাকাভার তিন চারসহ অতিরিক্ত ছয় রানে প্রথম ওভার থেকেই ১৮ রান পায় তারা। দ্বিতীয় ওভার থেকে মেলে ১১ রান। দুই ওভারে ২৯ রান তুলে উড়ছিল জিম্বাবুয়ে। এমন সময়ে তাদের ইনিংসে আঘাত হানেন জোসেফ। ৯ বলে ৩টি চারে ১৩ রান করা চাকাভাকে ফিরিয়ে দেন তিনি।
প্রথম উইকেটের পতনে খেই হারানো জিম্বাবুয়ে এরপর নিয়মিত ধারায় উইকেট হারাতে থাকে। কেউ-ই ইনিংস বড় করতে পারেননি। ২২ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৯ রান করেন লুক জংওয়ে। এ ছাড়া ওয়েসলে মাধেভেরে ১৯ বলে ২৭, সিকান্দার রাজা ৮ বলে ১৪ ও রায়ান বার্ল ১৯ বলে ১৭ রান করেন। ৪ ওভারে মাত্র ১৬ রানে ৪টি উইকেট নেন জোসেফ। আগুনঝরা বোলিংয়ে ৩.২ ওভারে ১২ রানে ৩টি উইকেট নেন হোল্ডার। একটি করে উইকেট পান আকিল হোসেন, ওবেদ ম্যাকয় ও ওডিন স্মিথ।
এর আগে ব্যাটিং করা ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন চার্লস। ক্যারিবীয় এই ওপেনার ৩৬ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৫ রান করেন। এ ছাড়া কাইল মেয়ার্স ১৩, এভিন লুইস ১৫, রভম্যান পাওয়েল ২৮ ও আকিল ২৩ রান করেন। সিকান্দার রাজা ৩টি ও ব্লেসিংমুজুরাবানি ২টি উইকেট নেন। শন উইলিয়ামস পান একটি উইকেট।