ফুটবল বিশ্বকাপের মাঝে বাংলাদেশ সফরে আসবে ভারত
আগামী ২০ নভেম্বর মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। কাতারে অনুষ্ঠেয় ফুটবলের এই মহাযজ্ঞের দিকে চোখ থাকবে গোটা দুনিয়ার। ফুটবল জোয়ারের এই সময়ে বাংলাদেশে থাকবে ক্রিকেট উন্মাদনাও। সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ আসছে ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশ-ভারত সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে, যা বৃহস্পতিবার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১ ডিসেম্বর বাংলাদেশে এসে পৌঁছাবে ভারত। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে তারা। টেস্ট ম্যাচ দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২০১৫ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে ভারত।
উপমহাদেশের ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতায় এটা দারুণ এক সিরিজ হবে জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, 'সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশ-ভারত ম্যাচ আমাদের কিছু মহাকাব্যিক লড়াই উপহার দিয়েছে এবং দুই দেশের ভক্তরা আরেকটি স্মরণীয় সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সূচি নিশ্চিত করতে বিসিবির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। আমরা ভারতীয় দলকে বাংলাদেশে স্বাগত জানাতে মুখিয়ে আছি।'
দ্বিতীয়বারের মতো বিসিসিআইয়ের সচিব নির্বাচিত হওয়া জয় শাহ বলেছেন, 'ভারতের বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমি শুভেচ্ছা জানাই। ভারত-বাংলাদেশ লড়াই সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। আমরা জানি বাংলাদেশের সমর্থকরা কতটা আবেগপ্রবণ। আমি নিশ্চিত যে, ওয়ানডে ও টেস্ট; দুই ফরম্যাটেই ভালো লড়াই করবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট বিবেচনায় ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ এবং জেতাটা দুই দলের জন্যই কঠিন হবে।'
ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে, এই ফরম্যাটের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুই ম্যাচে ৭ ও ১০ ডিসেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। প্রথম টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে ১৪ ডিসেম্বর। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর। ২৭ ডিসেম্বর দেশে ফিরে যাবে ভারত।