সেমির আশা বাঁচিয়ে রাখতে বড় লক্ষ্য পাড়ি দিতে হবে বাংলাদেশকে
দাপুটে শুরু করলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই জুটি ভেঙে ভারতের রান তোলার গতি কিছুটা কমালেন সাকিব আল হাসান। কিন্তু গুছিয়ে নিতে সময় লাগলো না তাদের। কোহলি ও ঋষভ পন্ত মিলে দলকে অনেকটা এগিয়ে দিলেন। তানজিম হাসান সাকিব এক ওভারে কোহলি ও সূর্যকামর যাদবকে ফেরালেও ভারতকে চাপে ফেলা গেল না। শেষ দিকে শিবম দুবে ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে বড় সংগ্রহই গড়লো টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেবারিটরা।
শনিবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সুপার এইটের ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৯৬ রান তুলেছে ভারত। সেমি-ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বড় এই লক্ষ্য পাড়ি দিয়ে জয়ের হাসি হাসতে হবে বাংলাদেশকে। ভারতের দারুণ বোলিংয়ের বিপক্ষে কাজটা করা যে কঠিন, তা নিশ্চয়ই ভালো করে জানা আছে শান্ত-সাকিবদের।
উইকেটে গিয়েই ঝড় তোলা রোহিত ১১ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৩ রান করেন। ২৮ বলে একটি চার ও ৩টি ছক্কায় ৩৭ রানের ইনিংস খেলেন কোহলি। ব্যাট হাতে দারুণ ধারাবাহিক পন্ত ২৪ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৬ রান করেন। ভারতের পক্ষে ব্যাটিং করা সাত ব্যাটসম্যানের মধ্যে কেবল সূর্যকুমার রান করতে পারেননি, ২ বলে ৬ রান করে ফেরেন তিনি।
পঞ্চম উইকেটে ৩৪ বলে ৫৩ রানের জুটি গড়েন দুবে ও পান্ডিয়া। ২৪ বলে ৩টি ছক্কায় ৩৪ রান করেন দুবে। সবাই রান পেলেও ভারতের ইনিংসে কেবল হার্দিক পঞ্চাশ ছুঁতে পেরেছেন। শেষ বল পর্যন্ত ব্যাটিং করা হার্দিক ২৭ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫০ রানের ঝলমলে ইনিংস খেলেন। অক্ষর প্যাটেল ৩ রানে অপরাজিত থাকেন।
বিশ্বকাপে বল হাতে আলো ছড়িয়ে আসা বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব ৪ ওভারে ৩২ রানে ২টি উইকেট নেন। লেগ স্পিনার রিশাদ হোসেনের শিকারও ২ উইকেট। তবে তিনি খরুচে ছিলেন, ৩ ওভারে তার খরচা ৪৩ রান। ৩ ওভারে ৩৭ রানে একটি উইকেট নেন সাকিব।
এই উইকেট দিয়ে দারুণ এক মাইলফলকে পৌঁছেছেন অভিজ্ঞ এই স্পিনার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট পূর্ণ করেছেন তিনি। ৩৯ উইকেট নিয়ে দুই নম্বরে পাকিস্তানের সাবেক লেগ স্পিনার শহীদ আফ্রিদি। বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে সাকিবের পর সবচেয়ে বেশি উইকেট শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গার, চারে থাকা এই লেগ স্পিনারের শিকার ৩৭ উইকেট।