ইমরানকে সরকারি পদে বসার অযোগ্য ঘোষণা করল পাকিস্তানের নির্বাচন কমিশন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সরকারি পদের দায়িত্ব পালনের জন্য অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। বিদেশি বিশিষ্ট ব্যক্তি ও রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহার বেআইনিভাবে বিক্রি করার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর ইমরানকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। খবর রয়টার্সের।
ইমরানের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি তার পদের অপব্যবহার করে বিদেশে রাষ্ট্রীয় সফরকালে পাওয়া প্রায় সাড়ে ৬ লাখ ডলার মূল্যের উপহার বেচাকেনা করেছেন।
ইমরানের দল পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী বলেছেন, এ বিষয়ে রায় দেওয়ার কোনো এখতিয়ার নেই নির্বাচন কমিশন ট্রাইব্যুনালের। উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা হবে বলে জানান তিনি।
ফয়সাল রয়টার্সকে বলেন, 'এ ধরনের মামলায় রায় দেওয়ার আইনগত ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। আমরা একে চ্যালেঞ্জ করব।'
ট্রাইব্যুনালের এই রায় ঘোষণার পরপরই পিটিআইয়ের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী জনসাধারণকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার আহ্বান জানান।
চলতি বছরের শুরুতে ইমরান আস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্ষমতায় আসা নওয়াজ শরিফের দল নির্বাচন কমিশনে মামলা দায়ের করে। তাদের অভিযোগ, ইমরানের সহযোগীরা দুবাইয়ে যেসব উপহার বিক্রি করে সেগুলোর মধ্যে দামি রিস্টওয়াচ ছিল।