তেলাপোকা পিষে ফেলার স্বাস্থ্যঝুঁকি কী?
বাড়িতে তেলাপোকা দেখার সাথে সাথে কী করেন? নিশ্চয় পায়ের তলায় পিষে মেরে ফেলতে উদ্যত হন। সাধারণত আমরা এটাই করে থাকি। কিন্তু জানেন কি এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে?
বিজ্ঞান সতর্কবার্তা দিচ্ছে তেলাপোকা পা পিষে ফেলা মানুষের শরীরে ক্ষতিকারক পার্শ্বপ্রতিক্রিয়ার উদ্রেক করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) বলছে পিষে ফেলার পর তেলাপোকা থেকে বেড়িয়ে আসা অন্ত্রগুলো পরিবেশে কিছু ক্ষতিকারক ব্যাক্টেরিয়া ছড়িয়ে দিতে পারে।
এই ব্যাক্টেরিয়াগুলো নিঃশ্বাসের সাথে দেহে চলে গেলে অ্যাজমা ও অ্যালার্জির সমস্যা সৃষ্টি করতে পারে। তাই পিষে ফেলা তেলাপোকার আশেপাশে থাকলে শ্বাস-প্রশ্বাসে সতর্ক হোন।
রোগ বহন করতে পারে তেলাপোকা
ডব্লিওএইচও সহ অন্যান্য সংস্থাগুলো তেলাপোকা বহন করতে পারে এমন রোগ সম্পর্কে বিশেষ গুরুত্বারোপ করেছে।
স্যালমোনেলা এবং অন্যান্য জীবাণু
তেলাপোকা পিষে গেলে মানুষের দেহে স্যালমোনেলা, স্ট্রেপটোকোচি এবং স্ট্যাফিলোকোচির মতো ব্যাক্টেরিয়া জীবাণু সংক্রমণ করতে পারে। এই ব্যাক্টেরিয়াগুলো অন্ত্রে বাস করে ডায়েরিয়া, কলেরা, টাইফয়েড এবং আমাশয়সহ নানা রোগ সৃষ্টি করতে পারে।
কেবল একটা তাজা ক্ষত!
তেলাপোকা পা পিষে ফেলার পর আমরা অনেকেই ভাবি, 'যাক, বাঁচা গেল!' কিন্তু তা সত্যি নয়, সমস্যা এখনো রয়ে গেছে। কারণ তেলাপোকা তাজা ক্ষত নিয়েও জীবিত থাকতে পারে।
মৃত তেলাপোকাকে কী করতে হবে?
তেলাপোকা মেরে ফেলার পরে করণীয় কী? সেখানেই ফেলে রাখবেন নাকি পরে ন্যাপকিন পেপারে মুড়িয়ে ময়লার ঝুড়িতে ফেলবেন?
মনে রাখবেন তেলাপোকা খুব সতর্ক এবং সহনশীল প্রাণী। তারা মৃত ভান করে থাকতে পারে। এরপর বিপদ কেটে গেলে তারা হুটহাট লুকিয়ে পড়ে। এমনকি পিষে ফেলার পরো ভাঙা শরীর নিয়ে তাদের গোপন স্থানে চলে যেতে পারে।
আকার ছোট দেখে এসব পোকামাকড়ের ক্ষমতা কম মনে করবেননা। পতঙ্গবিজ্ঞানীদের মতে, তেলাপোকা গড়ে নিজের ওজনের ৯০০ গুণ পর্যন্ত ভারী জিনিস উত্তোলন করতে পারে।
আবার মৃত তেলাপোকাকে নড়তে চড়তে দেখলে ভয় পাবেননা যেন। কারণ তারা কিন্তু জম্বি তেলাপোকা নয়!
পতঙ্গবিদ এবং কীট নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ রায়ান স্মিথ স্প্যালিশ পত্রিকা এবিসিকে বলেন, তেলাপোকার অভিযোজনক্ষমতা 'অনেক বেশি' এবং তাদের বেঁচে থাকার প্রবৃত্তি অনেক প্রাণীর চেয়ে বেশি।
তেলাপোকার শরীর খুব নমনীয় হয়। যার ফলে দেহের শক্তি পায়ে সঞ্চালন করে বিপজ্জনক পরিস্থিতি থেকে পালাতে দক্ষ এই ছয়পায়ীরা।
সবকিছু বিবেচনা করে তেলাপোকা দেখামাত্র আমাদের মাথায় পা পিষে মারার ধারণা আসলেও, এটি উচিত নয়।
তেলাপোকা খাদ্য ছাড়া অনেক মাস ধরে বেঁচে থাকতে পারে। জখম হয়েও ব্যক্টেরিয়া ছড়াতে পারে। কে জানে হয়তো আপনার রান্নাঘরে থাকা তেলাপোকার কোনো ব্যাক্টেরিয়া আপনার মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে।
তাহলে আমাদের সবচেয়ে উত্তম করণীয় কী? সমাধান হতে পারে ফিউমিগেশন ধোঁয়া)। বাড়ির যেখানেই তেলাপোকা দেখবেন, ফিউমিগেশন পদ্ধতি প্রয়োগ করবেন। এতে করে তেলাপোকা কার্যকরীভাবে মারা যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই ঘরের দরজা জানালা বন্ধ করে নিতে হবে।
- সূত্র: এমএসএন