৫ বছরে দেশের বেসরকারি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
আগামী পাঁচ বছরে দেশের বেসরকারি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ সহয়তা দেবে যুক্তরাষ্ট্র। প্রধানত কৃষি, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি ও গবেষণা, রাজস্ব ব্যবস্থার উন্নয়ন এবং সার্বিক রপ্তানি উন্নয়ন খাতে এ সহায়তা দেওয়া হবে মার্কিন প্রতিষ্ঠান ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে।
শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে 'ইউএস বিজনেস ইন বাংলাদেশ' শ্লোগানকে সামনে রেখে তিনদিনব্যাপী ইউএস ট্রেড শো-২০২২ এর তৃতীয় ও শেষদিনে আয়োজিত সেমিনারে এসব বিষয় তুলে ধরা হয়।
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এবং ইউএস অ্যাম্বাসি ইন বাংলাদেশ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির ইকোনমিক গ্রোথ অফিসের পরিচালক ড. মোহাম্মদ এন.খান। তিনি বলেন, বাংলাদেশে বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে ব্যবসার পরিবেশ উন্নত করতে হবে।
এক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ব্যবসার খরচ ও সময় কমানোর পাশাপাশি রপ্তানিতে নতুন নতুন খাতকে উৎসাহীত করার প্রতি গুরুত্ব দেন তিনি।
ড. মোহাম্মদ এন.খান আরও বলেন, ইউএসএআইডি দীর্ঘদিন ধরে এদেশে নারীর ক্ষমতায়নে কাজ করছে। নবায়নযোগ্য জালানি, বিষমুক্ত সবজি চাষে কৃষক প্রশিক্ষণ এবং বাজার ব্যবস্থা উন্নত করতে কাজ চালিয়ে যাচ্ছে। ফুল চাষ বৃদ্ধি, অ্যাকোয়া পদ্ধতির প্রসার, নিরাপদ পানির ব্যবস্থা, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে উৎসাহ প্রদান এবং দুধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নয়নে কাজ চলছে। সেই সঙ্গে ইকোট্যুরিজমের সম্ভাবনা কাজে লাগাতেও কার্যক্রম চলছে।
তিনি বলেন, এদেশে ব্যবসা উন্নয়নে ট্রেড ফ্যাসিলিটেশন বা বাণিজ্য সুবিধা দরকার। ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি উত্তরণের পর অনেক চ্যালেঞ্জ আসবে। তা মোকাবেলা করে আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগকে কাজে লাগাতে হবে।
তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ড ও জয়েন্ট স্টক রেজিস্টার কোম্পানি অফিসের সঙ্গে কাজ চলছে।
সেইসঙ্গে, কৃষি উন্নয়নে প্রযুক্তি হস্তান্তরের বিশেষ নজর দিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের চ্যালেঞ্জ মোকাবেলার ওপর গুরুত্ব দেন তিনি।