জেমসের কনসার্টে মাদক সেবন, খুবির ৭ শিক্ষার্থীকে শোকজ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষা সমাপনীর কনসার্টে মাদক সেবনের অভিযোগে ৭ শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের শোকজ করা হয়। একইসাথে আগামী ৭ দিনের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২০১৮ ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের শেষ দিনে কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানে সংগীত পরিবেশন করেন নগরবাউল (জেমস), ওয়ারফেজ এবং আর্টসেল।
ওই কনসার্ট চলাকালে শিক্ষার্থীদের মাদক সেবনরত অবস্থায় আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন।
তিনি বলেন, 'নিয়ম অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের শোকজ করা হয়েছে। তাদের শাস্তির আওতায় আনা হবে।'