বিএনপির সমাবেশের আগে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে বরিশাল
দীর্ঘদিন পর বিভাগীয় গণ সমাবেশকে কেন্দ্র করে বিএনপির ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে বরিশাল নগরী।
নগরবাসী বলছে, নগরীতে এত বেশি পোস্টার-ব্যানার গত এক দশকে দেখা যায়নি।
ব্যানার-পোস্টার, ফেস্টুন টাঙাতে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতা -কর্মীরা।
বরিশাল নগর শাখার সাবেক ছাত্রদল নেতা তরিকুল ইসলাম বলেন, "নতুন উদ্যমে নগরীর বিভিন্ন স্থানে এবং সমাবেশস্থলে ব্যানার টাঙিয়েছি"।
বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান বলেন, "আমাদের বরিশাল বিভাগের সকল ইউনিটের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন টাঙিয়ে নিজেদের অবস্থান জানান দিতে চান, এটা তো রাজনৈতিক কর্মসূচি পালনের অংশ হয়ে উঠেছে।"
"আসলে এই সমাবেশ দলের নেতা-কর্মীদের জন্য একটি উদযাপনের উপলক্ষ হয়ে উঠেছে।"
বরিশালের বাসিন্দা অধ্যাপক মাসুদ খান বলেন, আমরা শহরের রাজপথে বিএনপির ব্যানার-পোস্টার দেখছি এবং দেখে আমাদের কাছে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে মনে হয়েছে।
"আমরা আশা করি আগামী দিনগুলো দেশের সব রাজনৈতিক দলের জন্য শান্তিপূর্ণ হবে।"