সমাবেশে যোগ দিতে নৌপথে বরিশালে আসছেন বিএনপির নেতাকর্মীরা
শনিবার (৫ নভেম্বর) বিএনপি'র বিভাগীয় সমাবেশে যোগ দিতে দলটির কয়েক হাজার নেতাকর্মী নৌপথে বরিশালে আসছেন।
জেলায় পরিবহন ধর্মঘটের ফলে বাস, লঞ্চসহ গণপরিবহন বন্ধ থাকলেও কীর্তনখোলা নদীতে ভাড়া করা লঞ্চ ও ট্রলারে চড়ে সমাবেশস্থলে পৌঁছাচ্ছেন বিএনপি'র নেতাকর্মীরা।
একটি ডাবল ডেকার লঞ্চে চড়ে কীর্তনখোলা নদীর তীরে বিএনপি'র সমাবেশের পাশে কয়েকশ নেতাকর্মী উপস্থিত হয়েছেন।
ভোলা থেকে ছেড়ে আসা লঞ্চটি শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে কেডিসি এলাকায় নোঙর করে।
'আমরা সমাবেশে যোগদানের জন্য আগেই লঞ্চটি ভাড়া করেছি। একতলা লঞ্চ চলাচল বন্ধ রাখা হলেও ডাবল ডেকার লঞ্চ চলছে। আমরা তার সুযোগ নিচ্ছি,' বলেন ভোলা'র চরফ্যাশনের যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু।
তিনি জানান, লঞ্চটিতে খাবার ও অন্যান্য সুবিধা'র ব্যবস্থা রাখা হয়েছে। দলটির নেতারা আজ রাতে লঞ্চেই থাকবেন।
তিনি আরও বলেন, 'নেতাকর্মীরা সবাই সমাবেশস্থলে পৌঁছাতে পেরে খুবই আনন্দিত। তারা যেকোনো ত্যাগের জন্য প্রস্তুত।'
লঞ্চটিতে করে প্রায় দুই হাজার বিএনপি-নেতাকর্মী সমাবেশস্থলে এসেছেন। এ লঞ্চে করেই তাদের আবার ফেরত যাওয়ার কথা রয়েছে।
রাজাপুর উপজেলা বিএনপি'র সভাপতি আবুল কালাম বলেন, 'আমাদের নেতাকর্মীদের নৌপথ অবলম্বন করতে হচ্ছে সমাবেশে আসার জন্য। যাত্রী বেশি হয়ে যাওয়ায় এটি ঝুঁকিপূর্ণ হলেও এছাড়া আর কোনো উপায় নেই।'
বিএনপি'র সমাবেশের সমন্বয় কমিটি জানিয়েছে, গত রাতে আসা বেশিরভাগ নেতাকর্মী সমাবেশস্থলেই রাত কাটিয়েছেন।
রাতে সমাবেশস্থলে অনেকে গান গেয়ে ও স্লোগান দিয়ে অন্যদের উজ্জীবিত করেন।