ভেস্টিবুলার হাইপোফাংশনে আক্রান্ত বরুণ ধাওয়ান, সুস্থ থাকতে কমাবেন কাজের চাপ
দক্ষিণী অভিনেত্রী সামান্থার অসুস্থতার খবরে কপালে চিন্তার ভাঁজ তার ভক্তদের কপালে। এবার জানা গেল জটিল এক রোগে আক্রান্ত অভিনেতা বরুণ ধাওয়ান। অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন 'ভেস্টিবুলার হাইপোফাংশন' রোগে আক্রান্ত তিনি। বরুণের ভাষ্যে, করোনা পরবর্তী সময়ে যখন সবাই আরও একবার নিজেকে প্রমাণ করবার ইঁদুর দৌড়ে শামিল হয়ে পড়ে, তখন তিনিও 'যুগ যুগ জিও'র প্রচারে নিজেকে এমনভাবে উজাড় করে দিয়েছিলেন যেন 'নির্বাচনী প্রচারণা চলছে'! আর তখনই অতিরিক্ত কাজের চাপে বিধ্বস্ত হয়ে পড়েন অভিনেতা।
২০২২ সালে মুক্তি পাওয়া বলিউডের অন্যতম হিট ছবি রাজ মেহরা পরিচালিত 'যুগ যুগ জিও'। বক্স অফিসে ১৩৫ কোটি রূপি ব্যবসা করেছে 'যুগ যুগ জিও'।
ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে করোনা পরবর্তী সময়ের প্রসঙ্গে বরুণ বলেন, "যে মুহূর্তেই আমরা দরজা খুললাম, আবার সেই ইঁদুর দৌড়ে ঝাঁপিয়ে পড়লাম। কতজন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে তারা পালটেছে? আমি তো দেখছি লোকজন আরও বেশি পরিশ্রম করছে! সত্যি বলতে আমি নিজে যুগ যুগ জিও-র জন্য এতটাই পরিশ্রম করেছি যে আমার মনে হচ্ছিল কোনো নির্বাচনী প্রচারণা চালাচ্ছি আমি। সত্যি নিজের ওপর খুব চাপ দিয়ে ফেলেছিলাম।"
তবে আপাতত সব দৌড়ঝাঁপ বন্ধ করে দিয়েছেন বরুণ। কারণ হিসাবে অভিনেতা জানান তার শারীরিক অবস্থার কথা। বরুণ বলেন, 'আমি জানতাম না আমার সঙ্গে কী ঘটছে। আমার একটা সমস্যা দেখা দিয়েছে, যেটাকে বলে ভেস্টিবুলার হাইপোফাংশন। মূলত এই রোগে আপনার শরীরের ব্যালেন্স বজায় রাখতে সমস্যা হয়। তার মধ্যেই আমি মারাত্মক পরিশ্রম করে ফেলেছি। কারণ আমরা সবাই দৌড়াচ্ছি, কেউ জানতে চাইছে না কেন। আমাদের সবার এইখানে থাকবার একটা নির্দিষ্ট কারণ রয়েছে, আমি সেই কারণটা খোঁজার চেষ্টা করছি। আশা করছি, মানুষ নিজেরটা খুঁজে নেবে'।
উল্লেখ্য, ভেস্টিবুলার সিস্টেমে গোলমাল হলেই ভার্টিগোর সমস্যা দেখা যায়। যেকোনো সময় শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। যেসব স্নায়ু দেহের ভারসাম্য রক্ষা করে তা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের এই অংশ (ভেস্টিবুলার সিস্টেম)। বরুণের শরীরে এই সিস্টেমে গোলমাল দেখা দিয়েছে।
আগামিতে বরুণকে দেখা যাবে 'ভেড়িয়া' চলচ্চিত্রে। হরর কমেডি ঘরানার এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অমর কৌশিক। বরুণ ছাড়াও এই ছবিতে থাকছেন কৃতী শ্যানন, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে 'ভেড়িয়া'।