ইমরান খানের ওপর হামলার ঘটনায় অবশেষে মামলা দায়ের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার ঘটনায় এফআইআর (মামলা) নথিভুক্ত করেছে পাঞ্জাব পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যে এফআইআর নথিভুক্ত করতে হবে, হাইকোর্টের এমন নির্দেশনার পর সাবেক প্রধানমন্ত্রীর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
হামলার তিনদিন পর অবশেষে সোমবার (৭ নভেম্বর) সাব-ইন্সপেক্টর আমির শাহজাদের অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী আইনের ৭ ধারা এবং পাকিস্তান দণ্ডবিধির ৩০২, ৩২৪ এবং ৪৪০ ধারার অধীনে মামলা দায়ের করা হয়।
হামলার ঘটনায় আটক সন্দেহভাজন নাভিদকে প্রধান আসামি করা হয়েছে। তবে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর পক্ষ থেকে অব্যাহত চাপ সত্ত্বেও মামলায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল নাসিরের নাম উল্লেখ করা হয়নি। পিটিআই চেয়ারম্যান, তাকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে তিনজনকেই অভিযুক্ত করেছিলেন।
পিটিআই নেতা জুবায়ের খান নিয়াজি মামলা নথিভুক্তিতে ঊর্ধ্বতন সরকারি ও সামরিক ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তির আবেদন করেলেও শেষ পর্যন্ত তা কাজে আসেনি।
এর আগে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইমরান খানের ওপর হামলার এজাহার নথিবদ্ধ করতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশের মহাপরিদর্শক (আইজি) ফয়সাল শাহকারকে নির্দেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত। সোমবার (৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি বেঞ্চ এ নির্দেশনা দেন। শুনানি চলাকালে প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল হুঁশিয়ার করে বলেন, আদালতের নির্দেশিত সময়ের মধ্যে এজাহার দাখিল না হলে সুয়ো মোটো নোটিশ জারি করা হবে।
এরপরই মামলা দায়ের হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদ এলাকায় লংমার্চের জনসভায় বন্দুক হামলার হন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এতে পায়ে গুলিবিদ্ধ হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। হামলায় একজন নিহতসহ অন্তত আরও ১৪ জন আহত হন।