১৭ ফুটের ফুটবল বুট নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেষ্টায় কাতার
বিশ্বের বৃহত্তম ফুটবল বুট নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিতে চাইছে কাতার। আগামী ১৪ নভেম্বর দেশটির কাতারা নামের একটি সাংস্কৃতিক গ্রামে উন্মোচিত হবে বুটটি। খবর কাতারভিত্তিক গণমাধ্যম দ্য পেনিনসুলার।
কাতারা পাবলিক ডিপ্লোমেসির সহযোগিতায় আন্তর্জাতিক অলাভজনক যুব সংগঠন ফোকাস ইন্টারন্যাশনাল কাতারের বিভিন্ন স্থানে বুটটি প্রদর্শন করবে। ফিফা বিশ্বকাপ-২০২২ উপলক্ষ্যে আয়োজক দেশ কাতারকে বুটটি উপহার দিয়েছে ভারত।
দ্য পেনিনসুলাকে ফোকাস ইন্টারন্যাশনাল-এর সিইও শামির ভ্যালিয়াভিটিল জানিয়েছে, ফুটবল বুটটি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার লোকেরা বানিয়েছে।
"বুটটি ইতোমধ্যে জাহাজে করে দোহা বন্দরে এসে পৌঁছেছে এবং শীঘ্রই এটি কাতারায় নিয়ে যাওয়া হবে," বলেন তিনি।
বুটটি কাতারে পাঠানোর আগে কেরালার কোজিকোড় সৈকতে প্রথম উন্মোচন করা হয়। সেখানে জুতাটি এক নজর দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ।
প্রায় ৫০০ কেজি ওজনের বুটটি দৈর্ঘ্যে ১৭ ফুট এবং উচ্চতায় ৭ ফুট। ফুটবল বুট তৈরির বিভিন্ন সাধারণ উপকরণ যেমন- ফাইবার, চামড়া, রেক্সিন, ফোম এবং এক্রাইলিক শিট ব্যবহার করা হয়েছে এটি তৈরিতে। চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ৭ মাস লেগেছে জুতাটি বানাতে।
আশা করা হচ্ছে, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ বিশ্বের বৃহত্তম ফুটবল বুট হিসেবে শীঘ্রই এর স্বীকৃতি দেবে।