জনি ডেপ ও তার আইনজীবীর সম্পর্ক শেষ নয়, বিচ্ছেদের ‘গুজব’ শুনে তারা নিজেরাই অবাক
কিছুদিন আগেই শোনা গিয়েছিল জনি ডেপ ও তার সাবেক আইনজীবী জোয়েল রিচের বিচ্ছেদ হয়েছে। শুরু হতে না হতেই সমাপ্ত এই প্রেম নিয়ে পিপল ম্যাগাজিন জানিয়েছিল, 'এই মুহূর্তে আর একসঙ্গে থাকছেন না এই জুটি!' কিন্তু ইউএস ম্যাগাজিন দাবি করছে, সম্পর্ক শেষ হয়নি, বরং আগের মতোই আছে।
গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এক অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে ইউএস ম্যাগাজিন বলেছে, 'বিচ্ছেদের গুজব শুনে জনি এবং জোয়েল দুইজনেই চমকিত। তাদের সম্পর্ক আগের মতোই ঠিক আছে।'
দুইজনের সম্পর্ক বেশ 'সিরিয়াস' বলেও জানায় সূত্রটি।
সূত্রটি আরও জানায়, 'প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানি মামলায় জনির পাশে ছিলেন জোয়েল। এর পেছনে কোন পেশাগত বাধ্যবাধকতা ছিল না। এটি ছিল ব্যক্তিগত।'
মানহানি মামলায় জয়লাভের কিছুদিন পরই 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকার নামের সঙ্গে জড়ায় লন্ডনভিত্তিক আইনজীবী জোয়েল রিচের নাম।
২০১৮ সালে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এর বিরুদ্ধে ডেপ যে মামলা করেছিলেন, তাতে ডেপের পক্ষ হয়ে লড়েছিলেন আইনজীবী জোয়েল রিচ। তবে চলতি বছরের আলোচিত ডেপ-হার্ড মানহানি মামলায় ডেপের আইনি দলে ছিলেন না জোয়েল। তবুও মামলার শুনানি চলাকালীন অভিনেতার পাশে থেকেই তাকে সমর্থন জুগিয়েছিলেন তিনি।
প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানি মামলায় ডেপ কার্যত জয়লাভ করেন এবং ক্ষতিপূরণ হিসেবে হার্ডের কাছ থেকে তার ১০ মিলিয়ন ডলার পাওয়ার কথা। অন্যদিকে, আদালত ডেপকেও আংশিক দোষী সাব্যস্ত করায় অ্যাম্বার হার্ডকে ক্ষতিপূরণ হিসেবে ২ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দেন।