টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত পপ তারকা নিক জোনাস, স্বাস্থ্যের অবনতি
দুনিয়াজোড়া খ্যাতি পপ তারকা নিক জোনাসের। তার উপর গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী তিনি। অনেকেই তাঁকে 'ভারতের জামাই' বলে ডাকেন। চলতি বছরের শুরুর দিকেই বাবা হয়েছেন নিক। কিন্তু সদ্য সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য দুঃসংবাদই দিলেন নিক, জানালেন রোগে আক্রান্ত হওয়ার কথা।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিক জোনাস জানিয়েছেন, তিনি টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত। এই রোগ দুই ধরনের হয়- টাইপ-১ ও টাইপ-২। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে এই রোগের উপসর্গগুলো জানিয়েছেন নিক।
টাইপ-১ ডায়াবেটিস আসলে কী?
অটোইমিউন রোগ বলা হয় টাইপ-১ ডায়াবেটিসকে। এই রোগ হলে অগ্ন্যাশয়ে অবস্থিত ইনসুলিন উৎপাদনকারী কোষগুলো ক্ষতিগ্রস্থ হয়। ফলে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি একেবারেই বন্ধ হয়ে যায়। টাইপ-১ ডায়াবেটিসে বেশিরভাগই কমবয়সীরা আক্রান্ত হয়। মূলত জিনগত সমস্যার কারণেও এই রোগ দেখা দেয় শরীরে।
ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে নিক জানিয়েছেন, এই উপসর্গ দেখে নিজে সতর্ক হয়েছেন তিনি। তার বার বার গলা শুকিয়ে আসে, অতিরিক্ত পানির তেষ্টা পায়। হঠাৎ করেই ওজন কমতে শুরু করেছে তার। প্রচণ্ড ক্লান্তি ও বিরক্ত বোধ করছেন প্রায়ই।
সদ্য ভারত থেকে আমেরিকার বাড়িতে ফিরে গিয়েছেন প্রিয়াঙ্কা। মেয়ে মালতি মেরি চোপড়া এবং স্বামী নিক জোনাসের সঙ্গে সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা গেছে, মেয়েকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের বাড়িতে আদরে করতে ব্যস্ত নিয়াঙ্কা।