জীবনের শেষ সিনেমাটি নির্মাণ করার তাড়া নেই টারান্টিনোর
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/11/21/quentin-tarantino-700x380-1.jpg)
কোয়েন্টিন টারান্টিনোর দশম সিনেমাটিই হবে তাঁর নির্মিত শেষ সিনেমা। এমন সংবাদ অবশ্য আগেই জানিয়েছিলেন অস্কারজয়ী 'পাল্প ফিকশন' ছবির এই নির্মাতা। তবে এখন জানালেন দশম সিনেমা নির্মাণ নিয়ে আপাতত কোনো তাড়া নেই তাঁর। খবর সিএনএনের।
সম্প্রতি সিএনএনের হু'জ টকিং টু ক্রিস ওয়ালেস শোতে হাজির হয়ে সিনেমা নির্মাণ নিয়ে কথা বলেন টারান্টিনো।
'আমি ৩০ বছর ধরে এই কাজ করছি। এবার গুটিয়ে নেওয়ার পালা। ব্যাপার এমন যে আমার কাজ হয়ে গেছে। আমার সারা জীবনই এর পেছনে ব্যয় করেছি। আরেকটা ব্যাপার কি জানেন, আমি অনেক দেরিতে আমার পারিবারিক জীবনটা শুরু করেছি,' বলেন তিনি।
'সিনেমা নির্মাণের ক্ষেত্রে কোন পর্যায়ের সিনেমা নির্মাণ করছি সেটা সবসময় মাথায় রেখেছি। মানে সর্বোচ্চ কোন পর্যায়ের সিনেমা নির্মাণের সুযোগ পেয়েছি সেটা। সিনেমা নির্মাণ পর্বতারোহণের মতো হলে আবার কোনো সিনেমা এভারেস্ট, কোনোটা কিলিমাঞ্জারো, কোনোটা ফুজি। আর আমি জীবনের গোটা সময়ই পাহাড়-পর্বতে কাটিয়ে দিয়েছি। আমি মানুষকে বিনোদন দিই। আমার ইচ্ছা মানুষ যেন 'আরও চাই', এমন একটা অতৃপ্তিতে থাকে'।
'কিল বিল' পরিচালক আরও জানান, তিনি ভক্তদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান না। বিশ্বে কোথায় কী ঘটছে সেসব থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিভৃতে থাকার পরিকল্পনাও নেই তাঁর।
টারান্টিনো আরও বলেন, জীবনে কয়টি সিনেমা বানাবেন সেটা ঠিক করে ফেললেও তাঁর শেষ ছবির কাহিনী কী হবে সে বিষয়ে এখনও কিছুই জানেন না।
'শেষ ছবি নির্মাণ নিয়ে আমার কোনো তাড়া নেই। আমি আরও কিছু কাজ করছি। এরপর সিদ্ধান্ত নিব পরবর্তী সিনেমা কী হবে'।