ভিএআর রুমে রোনালদো! সিআরসেভেনের ছবি দিয়ে মেসিকে উপহাস করলো বিবিসি
সৌদি আরবের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি এডিট করা ছবি দিয়ে মেসিকে উপহাস করেছে বিবিসি।
বিবিসির প্রকাশিত ছবিতে রোনালদোকে ভিএআর রুমে বসে থাকা অবস্থায় দেখা যায়।
মঙ্গলবার সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ সফর শুরু করেছে আর্জেন্টিনা।
ম্যাচের শুরুতেই মেসি যদিও গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে রাখেন; সৌদি আরবের অসাধারণ কামব্যাকের কাছে তা শেষমেশ টিকতে পারেনি।
খেলার প্রথমার্ধেই যদিও আর্জেন্টিনা দুই গোল নিয়ে এগিয়ে থাকতে পারতো; ভিএআর এর সিদ্ধান্তে তা ভেস্তে যায়। লতারো মার্টিনেজের শটটি অফসাইড হিসেবে ঘোষণা দেওয়া হয়।
প্রথমার্ধে আর্জেন্টিনা চারবার বল নেটে পাঠালেও এরমধ্যে তিনটিই ছিল অফসাইড।
এই খেলার পরই আর্জেন্টিনাকে উপহাস করে টুইট করে বিবিসি।
বিবিসির সেই টুইটে এক ফলোয়ার কমেন্ট করেন, "তাদের একটি পেশাদার অ্যাকাউন্ট হওয়ার কথা, অথচ তারা এসব পোস্ট করে।"
এদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ঘোষণা আসতেই জল্পনা কল্পনা শুরু হয়েছে বিশ্বকাপের পর কোন ক্লাবে যাবেন তিনি।
স্পেনের সংবাদমাধ্যম মার্কার খবর বলছে, আবারও ইতালির ঘরোয়া লিগে ফিরতে পারেন তিনি, যোগ দিতে পারেন দিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাব নাপোলিতে।