বিনা অনুমতিতে ব্যবহার করা যাবেনা বিগ বি’র ছবি-কণ্ঠস্বর
যত বড় ভক্তই হন না কেন, ইচ্ছা হলেই আর ব্যবহার করতে পারবেন না অমিতাভ বচ্চনের ছবি কিংবা কন্ঠস্বর; নেওয়া যাবেনা তার নামও! অনুমতি ছাড়া বিগ বি'র ছবি ও কণ্ঠস্বর ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের আদালত।
নতুন আইন অনুসারে, অমিতাভের অনুমতি ছাড়া তার ছবি, নাম কিংবা কণ্ঠস্বর কোনো রকম ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। এ বিষয়ে আপত্তি জানিয়ে অমিতাভ নিজেই আদালতের শরণাপন্ন হন।
আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা গেছে, ২৫ নভেম্বর থেকে কার্যকর হয়েছে এ নীতিমালা।
এমনকি ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে শুরু করে টেলিকম পরিষেবা প্রদানকারীদেরও নির্দেশ দেওয়া হয়েছে, অনুমতিবিহীন এসব কন্টেন্ট বাজার থেকে তুলে নিতে।
বিচারপতি নবীন চাওলা বলেন, "তিনি (অমিতাভ) এক জন সুপরিচিত ব্যক্তিত্ব, যাকে বহু বিজ্ঞাপনের মুখ হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু সবগুলোই যে অনুমতি নিয়ে করা হয়েছে এমনটা নয়। এতেই ক্ষুব্ধ অভিনেতা।"
নবীন জানান, অমিতাভের মতো খ্যাতনামীর মুখ দেখিয়ে কোনও সংগঠন বা ব্যক্তি বিনা অনুমতিতে পণ্যের প্রচার করতে পারবেন না। আদালতের কাছে অমিতাভের আর্জিও ছিল সেটাই। জানিয়েছিলেন, তিনি 'ব্যবহৃত' হতে চান না।
অমিতাভের পক্ষের আইনজীবী হরিশ সলভে বলেন, "কেউ টি-শার্ট বানিয়ে তাতে অমিতাভের মুখ বসিয়ে নিচ্ছেন। কেউ ডোমেইন কিনে তার ওয়েবসাইটের নাম রাখছেন 'অমিতাভবচ্চনডটকম'।"
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, এই দাবিটি শুধুমাত্র ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। সারা বিশ্বেই যাতে কেউ এই ধরনের কন্টেন্টকে নিজের বলে ব্যবহার করতে না পারেন, আদালতের সামনে তেমন দাবিই রাখেন বিচারপতিরা।