গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমবারের মতো সমাবেশে ফিরলেন ইমরান
গুলিবিদ্ধ ও আহত হওয়ার পর শনিবার (২৬ নভেম্বর) প্রথমবারের মতো জনসমাবেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান।
শনিবার রাওয়ালপিন্ডির সমাবেশে যোগ দিতে পতাকা হাতে হাজারও মানুষ জড়ো হয়। এ সময় বুলেটপ্রুফ কাঁচের ভেতর থেকে সমাবেশে ভাষণ দেন সাবেক প্রধানমন্ত্রী। খবর বিবিসির।
সপ্তাহ তিনেক আগে, চলতি মাসের শুরুতে পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চে গুলিবিদ্ধ হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ওই ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
ডান পায়ে গুলি লাগায় অস্ত্রোপচার করতে হয় পিটিআই চেয়ারম্যানের। ওই হামলার জন্য পাকিস্তানের ক্ষমতাসীন সরকারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনেন ইমরান। তবে সরকার পক্ষ থেকে সেসব অভিযোগ অস্বীকার করা হয়।
সমাবেশে ইমরান অভিযোগ করেন, 'তিন অপরাধী' তার প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। তারা আবারও তাকে গুলি করার অপেক্ষায় রয়েছে। কিন্তু মৃত্যু ভয় না করেই বাঁচতে হবে।
সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, "ভয় পুরো জাতিকে দাসে পরিণত করে।"
এছাড়া, ভাষণে তিনি তার প্রধানমন্ত্রীত্বের সময় দুর্নীতি মোকাবেলায় ব্যর্থতার বিষয়টি স্বীকার করে বলেন, সে সময় তিনি শক্তিশালীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছেন।
প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষতাচ্যুত হওয়ার পর থেকেই আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছেন ইমরান খান। এই দাবির পরিপ্রেক্ষিতেই পাকিস্তানজুড়ে শুরু করেছেন লংমার্চ। এরমধ্যে আহত হওয়ার পর, সুস্থ হয়ে আবারও ফিরেছেন দলের কর্মসূচিতে।
তবে, কিছু সময়ের মধ্যেই সহিংসতার ঝুঁকি উল্লেখ করে নিরাপত্তা কর্মীরা ইমরানকে সমাবেশ বন্ধের আহ্বান জানায়।