এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশীপে স্বর্ণপদক জয় বাংলাদেশের রাইয়ানের
'এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশীপ ২০২২' এ বাংলাদেশের হয়ে পাওয়ারলিফটিংয়ে স্বর্ণপদক অর্জন করেছেন রাইয়ান রহমান।
গত ২ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনেন তিনি।
টুর্নামেন্টে সাব-জুনিয়র অনূর্ধ্ব ৫৯ কেজি ক্যাটাগরিতে সর্বমোট ৪৭২.৫ কেজি উত্তোলন করে বাংলাদেশের পাওয়ারলিফটিংয়ে জয়ের মুকুটে নতুন পালক যুক্ত করেন রাইয়ান।
স্কোয়াট এবং ডেডলিফটে স্বর্ণ এবং বেঞ্চ প্রেসে রৌপ্য পদক অর্জন করেছেন তিনি।
রাইয়ান এর আগে রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করলেও স্বর্ণপদক অর্জন করার ঘটনা এবারই প্রথম।
দুবাইতে অনুষ্ঠিত 'এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশীপ ২০২২' এ বাংলাদেশের ৯ জন পাওয়ারলিফটার সহ এশিয়ার ২৯টি দেশের প্রায় ৫০০ জন পাওয়ারলিফটার অংশগ্রহণ করেছেন।
উল্লেখ্য, এর আগে তুরস্কে অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশীপ ২০২২' এ ৪৫২.৫ কেজি উত্তোলন করে ৪র্থ স্থান অর্জন করেছিলেন ১৮ বছর বয়সী তরুণ রাইয়ান।