টানা তৃতীয়বার বিশ্বের সেরা নিয়োগদাতার স্থান দখল স্যামসাংয়ের
ফোর্বসের ২০২২ সালের বিশ্বের সেরা নিয়োগদাতার র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করেছে স্যামসাং। এই নিয়ে টানা তৃতীয়বার বিশ্বের সেরা নিয়োগদাতা কোম্পানির খেতাব বগলদাবা করল কোম্পানিটি।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য প্রযুক্তি (আইটি) ও প্রযুক্তি খাতে নিজেদের সুনাম ধরে রেখে কোম্পানিটি তৃতীয়বারের মতো সেরার স্থান দখল করেছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার সহায়তায় ফোর্বস বিশ্বজুড়ে ৮০০টি কোম্পানির ১ লাখ ৫০ হাজার কর্মীর ওপর জরিপ পরিচালনা করে। যুক্তরাজ্য, জার্মানি, যুক্তরাষ্ট্রসহ অনেকগুলো উন্নত দেশের কোম্পানি এ তালিকায় ছিল। তাদের সবাইকে টপকে 'বিশ্বের সেরা নিয়োগদাতা'র স্থান দখল করে নেয় স্যামসাং।
এই জরিপে অংশগ্রহণকারী কর্মীদের কর্মক্ষেত্র নিয়ে তাদের সন্তুষ্টি, আর্থিক সুযোগসুবিধা, নিয়োগদাতাদের ভাবমূর্তি, মেধা উন্নয়ন, লিঙ্গবৈষম্য—এসব মতামত জানতে চাওয়া হয়।
এছাড়া তাদের পরিবার ও বন্ধুবান্ধবদের কাছে তাদের নিয়োগদাতাদের কতটা সুপারিশ করবেন, তা-ও জানতে চাওয়া হয় জরিপে।
জরিপে অংশগ্রহণকারীরা তাদের শিল্পের অন্য নিয়োগদাতাদেরও যুগপৎ মূল্যায়ন করেন।
করোনা মহামারির প্রভাবে পরিবর্তিত পৃথিবীতে ২০২১ সালে যখন বিশ্বের অধিকাংশ কোম্পানি ওয়ার্ক ফ্রম হোম বাতিল করতে আরম্ভ করে। কিন্তু তখনই বহু কর্মীরা অফিসে গিয়ে কাজ করবেন না বলে পদত্যাগ করতে শুরু করেন। এছাড়া অধিকাংশ কর্মীই এখন কাজের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছেন।
যেসব কোম্পানি কর্মীদের এসব বিষয়গুলো আমলে নিতে পেরেছে, তারাই সেরা নিয়োগদাতা হিসেবে তালিকায় স্থান পেয়েছে। আর তাতে বাজিমাত করেছে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন স্যামসাং।
সেরা নিয়োগদাতাদের শীর্ষ তালিকায় বাকি ৯টি কোম্পানিই যুক্তরাষ্ট্রের মালিকানাধীন।
স্যামসাংয়ের পর সেরা ৯ নিয়োগদাতা কোম্পানি হচ্ছে—মাইক্রোসফট, আইবিএম, অ্যালফাবেট, অ্যাপল, ডেল্টা এয়ারলাইনস, কস্টকো, অ্যাডোবি, সাউথওয়েস্ট এয়ারলাইনস ও ডেল।