নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ
রাজধানীর নয়াপল্টনে প্রধান বিরোধী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া ইউএনবিকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে পাঁচ থেকে ছয়জনকে আটক করা হয়েছে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি