থিয়েরি অঁরিকে ছাড়িয়ে চূড়ায় জিরু
শেষ ষোলোর ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে গোল করে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম এক নম্বরে নিয়ে গেলেন অলিভিয়ের জিরু।
থিয়েরি অঁরির ৫১ গোলের রেকর্ড ছাড়িয়ে ফ্রান্সের হয়ে ৫২ গোল করার কৃতিত্ব এখন ৩৫ বছর বয়সী জিরুর।
পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৪৪ মিনিটে কিলিয়ান এমবাপ্পের পাস থেকে বুদ্ধিদীপ্ত ফিনিশ থেকে ফ্রান্সকে এগিয়ে দেওয়ার পাশাপাশি নিজের নাম ইতিহাসের পাতায় খোদাই করে নেন জিরু।
কাতার বিশ্বকাপে এটি জিরুর ৩য় গোল। গোল্ডেন বুটের লড়াইয়ে লিওনেল মেসি, এমবাপ্পেদের সঙ্গে তালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি।