বিএনপি কেন নয়াপল্টনে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চায়, পুলিশ তা খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি কেন নয়াপল্টনে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ করতে চায়, আইনশৃঙ্খলা বাহিনী তা খতিয়ে দেখছে।
ঢাকার তেজগাঁও এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, 'বিএনপির উচিত সব নিয়ম-কানুন মেনে তাদের সমাবেশ করা। ঢাকা শহরে পাঁচ লাখের বেশি লোক সমাগমের জায়গার অভাব রয়েছে। তবে একটি রাজনৈতিক দল সমাবেশ করতেই পারে এবং সেখানে তো কোনো বাধা নেই।
আসাদুজ্জামান খাঁন বলেন, তারা বলেছিল ২৫-৩০ লাখ লোকের জমায়েত হবে। কিন্তু এত লোকের জায়গা কোথায়? এ কারণে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বলেছেন ডিএমপি কমিশনার। কিন্তু, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে নারাজ।'
সরকার বিকল্প স্থান নির্ধারণ না করলে, ১০ ডিসেম্বর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বলে জানিয়েছে বিএনপি। বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কথা বলেন।