ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে দায়িত্ব ছাড়লেন ব্রাজিল কোচ
স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া, কিন্তু সেটার ধারে কাছেও যাওয়া হলো না। হেক্সা মিশন নিয়ে কাতারে যাওয়া ব্রাজিল বাদ পড়লো কোয়ার্টার ফাইনাল থেকেই। রুদ্ধশ্বাস ম্যাচে টেইব্রেকারে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই হারের পর ব্রাজিলের কোচের দায়িত্ব ছেড়েছেন তিতে। বিশ্বের অনেক সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে।
ফেবারিট হিসেবেই কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। মাঠে তারা খেলেও ফেবারিটের মতো। কিন্তু ফিনিশিংয়ের অভাবে নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা মেলেনি। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে অসাধারণ এক গোলে ব্রাজিলকে এগিয়ে নেন নেইমার। ১১ মিনিট পর ব্রুনো পেতকোভিচের গোলে সমতা টানে ক্রোয়েশিয়া।
আর গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে নায়ক হয়ে ব্রাজিলের একটি শট ফিরিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিকা লিভাকোভিচ, ব্রাজিলের নেওয়া আরেকটি শট বারপোস্টে লেগে ফিরে আসে। দুই শটে স্বপ্ন খানখান, কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলের ফুটবলারা। প্রাণ ভোমরা নেইমার জানিয়ে দেন, ব্রাজিলের হয়ে আর নাও খেলা হতে পারে তার। নেইমার পরিষ্কার করে না করলেও তিতে জানিয়ে দিয়েছেন, পথচলা এই পর্যন্তই।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের ঘণ্টা দুয়েকের মধ্যে তিতে সরে দাঁড়ান বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে। স্কাই স্পোর্টসের খবর, তিতে বলেছেন, 'আমি আগে যেমনটা বলেছি, আমার চক্র শেষ। আমি এটা বছর দেড়েক আগেই বলেছিলাম। আমি এক কথার মানুষ।'
দায়িত্ব ছাড়ার ব্যাপারটি নিয়ে যেন জলঘোলা না করা হয়, সেই আহ্বান জানিয়েছেন তিতে, 'এই বিষয়টি থেকে (দায়িত্ব ছাড়া নিয়ে) কোনো নাটক বের করা উচিত হবে না আমাদের। আমি তো এ কথা দেড় বছর আগেই বলেছি। আমার জায়গা নেওয়ার জন্য আরও ভালো পেশাদার লোক আছেন। এখানে বিশ্লেষণ করার মতো অনেক কিছুই থাকবে। কিন্তু আমার চক্র শেষ।'
এই ঘোষণার মধ্য দিয়ে ব্রাজিল দলে দীর্ঘ পথচলা শেষ হচ্ছে তিতের। ব্রাজিলিয়ান এই কোচ সেলেসাওদের কোচের দায়িত্ব নেন ২০১৬ সালে। দুঙ্গার স্থলাভিষিক্ত হন তিনি। দীর্ঘ পথচলায় কাতার বিশ্বকাপ ছিল তার শেষ মিশন। আগেই জানিয়ে রেখেছিলেন, বিশ্বকাপ শেষে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা তার। বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলো না, তবে নিজের পরিকল্পনা মতোই ব্রাজিল দলকে বিদায় বলে দিলেন তিনি।