সেমি-ফাইনালে আর্জেন্টিনাকে 'আঘাত' করতে পারে ক্রোয়েশিয়া: স্কালোনির সতর্কবার্তা
কাতার বিশ্বকাপের সেমি-ফাইনালের লড়াইয়ে আজ একে অন্যের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। আর্জেন্টিনার যদি একজন 'এলএমটেন' লিওনেল মেসি থাকেন, বিপক্ষেও রয়েছেন একজন 'এলএমটেন', তিনি লুকা মদ্রিচ। গতবারের মতো এবারও বিশ্বকাপ মাতিয়ে দিচ্ছেন ৩৭ বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ তারকা।
বিশ্বকাপ সেমি-ফাইনালে আর্জেন্টিনার অতীতের রেকর্ড বেশ ইতিবাচক থাকলেও, আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি অবশ্য আগেভাগেই সতর্ক করেছেন দলকে। জানিয়েছেন, ক্রোয়েশিয়ার আর্জেন্টিনাকে 'আঘাত' করার ক্ষমতা রয়েছে।
তবে মদ্রিচকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই স্কালোনির। ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের সম্পর্কে তিনি বলেন, "আমাদের অনেকের কাছে ও (মদ্রিচ) আদর্শ। শুধু প্রতিভার জন্যে নয়, ওর ব্যবহারের জন্যেও। আমাদের সবার উচিত ওর খেলা উপভোগ করা। যদি আপনি ফুটবল ভালবাসেন তা হলে ওর মতো ফুটবলারের খেলা বার বার দেখতে চাইবেন।"
কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার রাত ১ টায় মাঠে নামবে দুই দল। স্কালোনি জানিয়েছেন, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আনহেল দি মারিয়া এবং রদ্রিগো দি পল সম্পূর্ণ ফিট অবস্থায় নামবেন। এমনকি কার্ড সমস্যায় গঞ্জালো মনটিয়েল এবং মার্কোস আকুনাকে না পেলেও সমস্যা হবে না। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, "আজকে খুব ভালো দলের বিপক্ষে কঠিন একটা ম্যাচ খেলতে যাচ্ছি। তাদের দলটা ভারসাম্যপূর্ণ এবং আমাদের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। তাদের একটা নিজস্ব কৌশল রয়েছে, আমার মনে হয়না তারা সেটা বদলাবে। এই কৌশলটা পুরোপুরি ডিফেন্সিভ বা অ্যাটাকিং, কোনোটাই নয়। তাদের দলে খুব ভালো কিছু খেলোয়াড় আছে এবং ফুটবলে তাদের ইতিহাসও বেশ সমৃদ্ধ।"
এর পাশাপাশি নিজের দলের খেলার স্টাইলেও পরিবর্তন আসবে না বলে নিশ্চিত করেছেন স্কালোনি। এদিকে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ট্যাগলিয়াফিকো বলেছেন, "আমরা এমিলিয়ানো মার্তিনেজের (গোলকিপার) ওপর অনেক ভরসা রাখি। কিন্তু শুধুমাত্র ভালো গোলকিপার আছে বলেই আমরা নিশ্চিন্তে বসে থাকতে পারি না।"
স্কালোনির বক্তব্যে নেদারল্যান্ডস ম্যাচের প্রসঙ্গও উঠে আসে। তবে আর্জেন্টিনার কোচ সেসব বিশেষ পাত্তা দিতে নারাজ। তিনি বলেন, "আগের ম্যাচে যেভাবে খেলা উচিত ছিল সেভাবেই খেলেছি। ফুটবলে এ রকম তর্কবিতর্ক হতেই পারে। সেজন্যেই মাঠে একজন রেফারি থাকে। আর্জেন্টিনা এরকম আচরণ কখনোই করে না। আমরা সৌদি আরবের কাছে হেরেও কিছু বলিনি। কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়েছিলাম। সেখানে মেসি, পারেদেস, নেইমার একসঙ্গে বসে টানেলে গল্প করছিল। এই আচরণেই আমরা বিশ্বাস করি।"
সূত্র: আল-জাজিরা