যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বা শিক্ষার্থী হিসেবে যেতে চাইলে যত আগে থেকে সম্ভব আবেদন করুন: দূতাবাস
ঢাকার মার্কিন দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে হলে অগ্রিম পরিকল্পনা ও ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য আগে থেকে আবেদন করা খুবই গুরুত্বপূর্ণ।
'দর্শনার্থী বা শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে ভ্রমণের উদ্দেশ্যে নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদন করতে চাইলে, যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করার চেষ্টা করুন,' বুধবার (১৪ ডিসেম্বর) আমেরিকান সেন্টারে এক ব্রিফিংয়ে দূতাবাসের কনসাল জেনারেল নাথান ফ্লুক একথা বলেন।
এ সময় তিনি আবেদনকারীদেরকে দূতাবাসের ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট ক্যালেন্ডারে নজর রাখার পরামর্শ দেন।
বাতিল হওয়ার কারণে প্রতিদিনই কিছু অ্যাপয়েন্টমেন্টের সুযোগ তৈরি হয়। এছাড়া দূতাবাসের অফিস নিয়মিতই সামর্থ্যসাপেক্ষে বাড়তি অ্যাপয়েন্টমেন্ট স্লট তৈরি করে, উল্লেখ করেন তিনি।
ফ্লুক জানান, আবেদনকারীরা যেন তাদের চলতি ভিসা আবেদন বা ডিএস-১৬০ তাদের নির্ধারিত সাক্ষাৎকারের কমপক্ষে দুই সপ্তাহ আগে আপলোড করেন তা তাদের নিশ্চিত করা উচিত।
যেসব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের চলতি সিইএসি আবেদনপত্র নেই, সেগুলো বাতিল হয়ে যায় বলেও জানান কনসাল জেনারেল।
নাথান ফ্লুক বলেন, যাদের জরুরিভিত্তিতে যুক্তরাষ্ট্র যাওয়া প্রয়োজন, তারা নিয়মিত অ্যাপয়েন্টমেন্ট ঠিক করার পর একটি আপৎকালীন অ্যাপয়েন্টমেন্ট অনুরোধের কথাও বিবেচনা করতে পারেন।
এ সময় সম্ভাব্য আবেদনকারীদেরকে দালাল বিষয়ে সতর্ক করে দেওয়া হয় দূতাবাসের পক্ষ থেকে। দালালের পরামর্শ শুনলে ভিসা'র আবেদন বাতিল হয়ে যেতে পারে বলেও জানায় মার্কিন দূতাবাস।