পশুপাখির খাদ্যের সঙ্গে ছিল ১১৬ বস্তা সরকারি চাল
অস্বাস্থ্যকর পরিবেশে পশুপাখির খাদ্যের সঙ্গে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল রাখার দায়ে সাতক্ষীরায় এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ওই ডিলার ১১৬টি বস্তায় পাঁচ হাজার ৮০০ কেজি চাল বিতরণ না করে পশুপাখির খাদ্যের সঙ্গে রেখে দিয়েছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সোমবার বেলা ১১ জেলা সদরের মাধবকাঠিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। এ সময় এনএসআই সাতক্ষীরার উপ-পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ চৌধুরী জানান, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজির চাউল) পাঁচ হাজার ৮০০ কেজি চাল কার্ডধারী হত দরিদ্র গরীব মানুষের মাঝে বিলি না করে চাউলগুলো অস্বাস্থ্যকর পরিবেশে পশুপাখির খাদ্যের সঙ্গে রাখা ছিল। এ ঘটনায় ডিলার শফিউর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় শফিউর রহমানের ডিলারশিপও বাতিল করার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং ওএমএস (খাদ্যবান্ধব কর্মসূচি) কমিটির সদস্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় ঝাউডাঙ্গা ইউনিয়নের ডিলার শফিউর রহমান বলেন, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দীন সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৯৩টি কার্ড তার কাছে মজুদ করে রেখেছেন। ফলে তিনি এ চাউলগুলো বিতরণ করতে পারেননি।